মোংলা বন্দর সুন্দরবন বানীশান্তা পাটনীজিবী সমবায় সমিতির ভোট গ্রহন শুরু হয়েছে। শনিবার (৫ আগষ্ট) সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। মোট ভোটার ১৬৩ জন।
ভোট উপলক্ষে সকাল থেকে বিরাজ করছে উৎসবের আমেজ। মোংলা বন্দর যন্ত্র চালিত মাঝি মাল্লা সংঘের কার্যালয়ে ভোট দেওয়ার বুথ করা হয়েছে। উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা।
মোংলা বন্দর সুন্দরবন বানীশান্তা পাটনীজিবী সমবায় সমিতির ৯টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ২৪ জন। প্রার্থীদের কার্ড বুকে ঝুলিয়ে ঘোরাফেরা করছেন সমর্থকরা। টেবিল নিয়ে বসে ভোটারদের স্লিপ দেওয়া হচ্ছে।ভোটার তালিকা দেখে সিরিয়াল নম্বর খুঁজে দেওয়া হচ্ছে।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন উপজেলা সমবায় অফিসার মো. জুবাইর হোসেন।
নির্বাচন উপলক্ষে সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্বপালন করছেন। ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. জুবাইর হোসেন বলেন, যথাসময়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।সুষ্ঠুভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হবে।