• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ধর্মের ভিত্তিতে কোন ধরনের বিভাজন দেখতে চায়না জামায়াত: রামগড়ে অধ্যক্ষ আমিরুজ্জামান কাপ্তাইয়ে রুপসী কাপ্তাইয়ের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নানা আয়োজন খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করলেন – ২০৩ পদাতিক খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ও ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান খাগড়াছড়ি বাইতুশ শরফ জব্বারিয়া আদর্শ আলিম মাদ্রাসায়  অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত মহালছড়ি উপজেলা বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে বিশেষ টাস্কফোর্স কমিটি রামগড়ে জামায়াতে ইসলামের কর্মী ও সুধী সমাবেশ   সাফ জয়ী জাতীয় দলের কৃতি ফুটবলার মনিকা চাকমাকে সংবর্ধনা দিলেন সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো জোন কমাণ্ডার’স স্কলারশিপ খাগড়াছড়ি ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ রামগড় উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন ঐতিহ্য ফিরে আসুক বান্দরবানে-থানজামা লুসাই রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত বাঙ্গালহালিয়া ভিমাছড়া সার্বজনীন শ্রী শ্রী পঞ্চায়েত সংঘের উদ্যোগে গীতা পাঠ

শার্শার বাগআঁচড়ার সোনাতনকাটি সরকারি প্রা: বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ

মোঃ ইমরান হোসেন হৃদয়, শার্শা (যশোর) / ১৭২ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

যশোরের শার্শার বাগআঁচড়ার সোনাতনকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে ২৮০জন কোমল মতি শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে বামুনিয়া সোনাতনকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সাভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা সিরাজুল হক মঞ্জু বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। এ সরকারের আমলে দেশের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নতি হয়েছে। অতীতের তুলনায় বর্তমানে সকল প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য সম্মান জনক অবস্থান সৃষ্টি করেছে।

বিশেষ অতিথি শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল বলেন, আজকের শিশু আগামী দিন জাতির ভবিষ্যৎ। ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়তে হলে প্রয়োজন একজন দক্ষ শিক্ষক। নিবেদিত শিক্ষকরাই পারেন একটি প্রতিষ্ঠানকে উন্নত শিখরে পৌঁছতে। তাই শিক্ষার্থীদের সর্বদা শিক্ষকদের পরামর্শ অনুযায়ী লেখাপড়া করতে হবে এবং বাল্যবিবাহের প্রতি অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, বাগআঁচড়া ডাঃ আফিল উদ্দিন ডিগ্রী অনার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম।

বামুনিয়া সোনাতনকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক মাজহারুল ইসলাম সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সচিব মিলন হোসেন, বাংলাদেশ প্রেসক্লাব উপজেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নয়ন, বামুনিয়া সোনাতনকাটি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, সোনাতনকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিয়ার রহমান, বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি সাইফুদ্দিন মন্টু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা তবিবুর রহমান, আবুল কালাম, ফজলুর রহমান, ইউপি সদস্য কামরুজ্জামান, শিক্ষক-শিক্ষার্থী অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ