• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ধর্মের ভিত্তিতে কোন ধরনের বিভাজন দেখতে চায়না জামায়াত: রামগড়ে অধ্যক্ষ আমিরুজ্জামান কাপ্তাইয়ে রুপসী কাপ্তাইয়ের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নানা আয়োজন খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করলেন – ২০৩ পদাতিক খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ও ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান খাগড়াছড়ি বাইতুশ শরফ জব্বারিয়া আদর্শ আলিম মাদ্রাসায়  অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত মহালছড়ি উপজেলা বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে বিশেষ টাস্কফোর্স কমিটি রামগড়ে জামায়াতে ইসলামের কর্মী ও সুধী সমাবেশ   সাফ জয়ী জাতীয় দলের কৃতি ফুটবলার মনিকা চাকমাকে সংবর্ধনা দিলেন সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো জোন কমাণ্ডার’স স্কলারশিপ খাগড়াছড়ি ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ রামগড় উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন ঐতিহ্য ফিরে আসুক বান্দরবানে-থানজামা লুসাই রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত বাঙ্গালহালিয়া ভিমাছড়া সার্বজনীন শ্রী শ্রী পঞ্চায়েত সংঘের উদ্যোগে গীতা পাঠ

ডিবির পুলিশের অভিযানে ২টি পিকআপ ও ২টি মোটরসাইকেল সহ চোর চক্রের ০৬ সদস্য গ্রেফতার

মোঃ ইমরান হোসেন হৃদয়, শার্শা (যশোর) / ১৮৮ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএম(বার) এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এল.আইসি টিম গাড়ি ও মোটরসাইকেল চোর চক্রকে গ্রেফতার অভিযান পরিচালনা করিয়া আসিতেছে। তারই ধারাবাহিকতায় : (ক) ইং ২৭ জুলাই রাত অনুমান রাত ৮ ঘটিকার সময় গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম হাওলাদার এর নেতৃত্বে এসআই মফিজুল ইসলাম, পিপিএম, শফি আহমেদ রিয়েল, এএসআই রঞ্জন বসু এবং ফোর্সদের সমন্বয়ে একটি টিম কোতয়ালী মডেল থানাধীন মুড়লী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে পাশাপাশি ০২টি মটর ওয়ার্কসপে অভিযান পরিচালনা করে ০২টি চোরাই পিকআপ গাড়ি, মাস্টার চাবি এবং জাল সনদপত্রসহ চক্রের ২ সদস্যকে হাতে নাতে ধৃত করেন। এই সংক্রান্তে এসআই মফিজুল ইসলাম, পিপিএম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং-১০৯ তাং-২৭/০৭/২০২৩ তারিখ ধারা-৩৭৯/৪৬৭/৪৬৮/৪১৩ পেনাল কোড রুজু হয়।

(খ) যশোরের বিভিন্ন এলাকা হইতে একাধিক মোটরসাইকেল চুরি সংক্রান্তে জেলা পুলিশ সুপারের নির্দেশে ডিবির এলআইসি টিম তদন্তে নামেন। অভয়নগর থানাধীন দিয়াপাড়া ব্রীজ এলাকা হইতে জনৈক শাহারুল ইসলাম এর ১টি ডাব ডিক্স এর ১৫০ সিসি পালসার মোটরসাইকেল ও আমডাঙ্গা সাকিন হইতে জনৈক মোজাহিদুল ইসলাম এর ১টি কালো কালারের এফজেডএস ভার্সন-৩ মোটরসাইকেল চুরি সংক্রান্তে তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে চোর চক্রকে সনাক্ত করে ডিবি’র এসআই মফিজুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে এসআই শফি আহমেদ রিয়েল এবং অভয়নগর থানার এসআই মনিরুল ইসলাম দের সমন্বয়ে একটি টিম গোপন তথ্য ও তথ্য প্রযুক্তির সহযোগীতায় ইং ২৮/০৭/২০২৩ তারিখ রাত ১২.১৫ ঘটিকার সময় অভয়নগর থানাধীন দিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মোটরসাইকেল চোর চক্রের ০৩ সদস্যকে ১টি মোটরসাইকেল, মাষ্টার চাবিসহ হাতে নাতে গ্রেফতার করে তাদের স্বীকারোক্তি মতে তাদের নিয়ে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলায় অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা সদর থানাধীন সরজগঞ্জ নামক এলাকা হইতে চোর সিন্ডিকেটের আরেক সদস্যকে গ্রেফতার করে তার হেফাজত থেকে আমডাঙ্গা সাকিন থেকে জনৈক মোজাহিদুল ইসলামের চুরি যাওয়া ইয়ামাহা এফজেডএস ভার্সন-৩ মোটরসাইকেল উদ্ধার ও দিয়াপাড়া ব্রীজ থেকে নেওয়া পালসার মোটরসাইকেল এর বিক্রয় লব্দ টাকা উদ্ধার করেন। চোরাই উদ্ধার মোটরসাইকেল সংক্রান্তে মোজাহিদুল ইসলাম, পিতা-নুরুল ইসলাম, সাং-সিরাজকাঠি, থানা-অভয়নগর , জেলা-যশোর বাদী হয়ে অভয়নগর থানায় এজাহার দায়ের করেন।

আসামীর তথ্য:
পিকআপ গাড়ি চোর চক্র :
১। মোঃ আজিম (৫২), পিতা- মৃত সামছুল হাওলাদা, মাতা-মজিতন নেছা, স্থায়ী সাং-পূর্ব ডামুড্যা, থানা-ডামুড্যা, জেলা-শরীয়তপুর বর্তমান ঠিকানা- আগানগর, থানা-দক্ষিন কেরানীগঞ্জ, জেলা-ঢাকা ২। মিন্টু মুন্সী (৩০), পিতা- বেলায়েত মুন্সী, মাতা- সম্মোহরী, সাং-নন্দোনস্বর, থানা-নড়িয়া, জেলা-শরীয়তপুর

মোটরসাইকেল চোর চক্র :
১। মোঃ বাদশা মিয়া (২১), পিতা- মোঃ মঙ্গল আলী @ মকবুল, মাতা- মাফুজা বেগম, সাং-নরেন্দ্রপুর আমদুলিয়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর ২। মোঃ রাসেল সরদার (২২), পিতা-মৃত আঃ মালেক সরদার, মাতা-সেলিনা বেগম, সাং-নরেন্দ্রপুর পুরাতন পাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর ৩। শুকুর আলী রানা (২৯), পিতা- মৃত আবু সাঈদ, মাতা-ঝর্ণা বেগম, সাং- বাহাদুরপুর , থানা-কোতয়ালী, জেলা-যশোর ৪। মোঃ সিরাজুল ইসলাম (২৮), পিতা- মোঃ সাইদুর রহমান, মাতা- পারুলা খাতুন, সাং-হাজরাহাটি, থানা-চুয়াডাঙ্গা সদর, জেলা-চুয়াডাঙ্গা।

উদ্ধারকৃত আলামতঃ

১। ০২টি চোরাই পিকআপ গাড়ি।
২। মাষ্টার চাবি, জাল সনদ ও মোবাইল ফোন।
৩। ০২টি মোটরসাইকেল।
৪। মাষ্টার চাবি
৫। মোটরসাইকেল বিক্রয় লব্দ-৩৩ হাজার টাকা।

“বাংলাদেশ পুলিশের শপথ-দেশের মানুষকে রাখবো নিরাপদ,
সত্য উদঘাটনে বদ্ধ পরিকর, যশোর জেলা পুলিশ সুপার”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ