বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনারের অনুশাসনঃ-দেশব্যাপি ৫০ লাখ বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা” মংরাজ বাড়ি মুক্ত রোভার স্কাউট ও মানিকছড়ি গিরিমৈত্রী সরকারি কলেজ মুক্ত রোভার স্কাউট” গ্রুপের উদ্দ্যোগে উপজেলায় বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।
(২৪ জুলাই) সোমবার সকাল ১১টায় মানিকছড়ি গিরিমৈত্রী সরকারি ডিগ্রী কলেজ অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) এস.এম শাহ ই আলমের সভাপতিত্বে চত্বরে বৃক্ষ রোপনে উদ্বোধক ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) রক্তিম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন কলেজ আর এসএল মো. মনির হোসেন, মানিকছড়ি মং রাজবাড়ী মুক্ত রোভার স্কাউট গ্রুপের সহ-সভাপতি ১ সামায়উন ফরাজি সামু, সহ-সভাপতি ২ অমর দত্ত, আরএসএল থোয়াই অং প্রু মারমা, সিনিয়র গার্ল ইন রোভার মিতালী চৌধুরী প্রমূখ। অতিথিরা কলেজ চত্বরে বৃক্ষ রোপন করে মাসব্যাপি বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করেন।