“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ ”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৩ উদযাপন উপলক্ষে রাঙ্গামাটির লংগদু মৎস্য অফিস কর্তৃক স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
সোমবার (২৪ জুলাই) বেলা ১১টায় উপজেলা মৎস্য অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, এতে মৎস্য কর্মকর্তা তানবির আহসান মৎস্য চাষ এবং চাষীদের সচেতনতা বৃদ্ধি করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে প্রেস ব্রিফিং করেন।
এসময় তিনি লংগদু মৎস্য অফিস কর্তৃক এশিয়ার সবচাইতে বড় কৃত্রিম কাপ্তাই লেকে মৎস্য চাষীদের জন্য ৭দিনের বিভিন্ন কর্মসূচির তালিকা প্রকাশ করেন। এ ৭দিনে সফল মৎস্য চাষীদের পুরষ্কার বিতরণ, মৎস্য পোণা অবমুক্তকরণ সহ মৎস্য চাষের ট্রেনিং দেওয়া হবে বলে জানান তিনি।
এসময় লংগদু উপজেলার বিএফডিসি কর্মকর্তা আকবর হোসেন, লংগদু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু দরদা আরমান খানসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।