ইউক্রেনের বিরুদ্ধে সীমান্তবর্তী রুশ গ্রামে ক্লাস্টার বোমা (গুচ্ছবোমা) হামলা চালানোর অভিযোগ করেছের রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের গভর্নর। তবে শুক্রবারের ওই ঘটনায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানিয়েছেন তিনি।
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা শনিবার এ খবর দিয়েছে।
গভর্নর ভিয়েচেস্লাভ গ্ল্যাডকভ শনিবার তাঁর টেলিগ্রাম চ্যানেলে দৈনিক ব্রিফিংয়ে এ সংক্রান্ত বিবৃতি দিয়েছেন, তবে প্রমাণ সরবরাহ করেননি। এ ব্যাপারে ইউক্রেনীয় কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গভর্নর বলেন, বেলগোরোদ জেলার ঝুরাভলেভকা গ্রামে ২১টি আর্টিলারি শেল ও মাল্টিপল-লঞ্চ রকেট সিস্টেম থেকে তিনটি ক্লাস্টার বোমা ছোঁড়া হয়েছে।
ইউক্রেন চলতি মাসেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্লাস্টার বোমা পেয়েছে। একেকটি ক্লাস্টারবোমায় কয়েক ডজন ছোট বোমা রয়েছে, যেগুলো বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে। কিন্তু বেসামরিকদের জন্য সম্ভাব্য বিপদের কারণে অনেক দেশে এটি নিষিদ্ধ।
ইউক্রেন বলে আসছে তারা ক্লাস্টার বোমার ব্যবহার যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ রাখবে।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস