মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সকল বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে ঢাকায় চলমান আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছে মানিকছড়ি মাধ্যমিক শিক্ষক ঐক্য পরিষদ।
১৭ জুলাই সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার সকল বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে প্রধান ও সহকারী শিক্ষকেরা উপজেলা সদরে এসে মানববন্ধনে অংশ নেয়। শিক্ষক ঐক্য পরিষদের আহবায়ক ও বড়ডলু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশির আহম্মদের সভাপতিত্বে বক্তারা বলেন, মাধ্যমিক শিক্ষাকে আধুনিকায়ন করতে হলে বেসরকারি শিক্ষকদের মানবেতর জীবনযাপন থেকে মুক্ত করতে হবে। ১০০% বেতন-ভাতার পাশাপাশি চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া বাড়ানোসহ বেতনের সমপরিমাণ উৎসব ভাতা ঘোষণার মধ্য দিয়ে বঙ্গবন্ধু’র সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষার ওপর জোর দিতে হবে। শিক্ষকদের বেতন-ভাতা ও সুযোগ সুবিধায় বৈসম্য রেখে দেশ ও জাতিকে এগিয়ে নেওয়া সম্ভব হবে না। তাই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণে ঢাকায় চলমান আন্দোলনের প্রতি একাত্বতা ঘোষণা করে আজ (১৭ জুলাই) সোমবার থেকে অনিদিষ্টকাল উপজেলার ৮টি বেসরকারি মাধ্যমিক স্কুল ও মাদরাসার শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে আমরা (শিক্ষকেরা)অফিসে অবস্থান করছি। যতক্ষণ পর্যন্ত দাবী আদায় না হবে আমরা আন্দোলন চালিয়ে যাবো।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস