মোঃ মাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার রামগড় বড়ইবাগান স্থান থেকে ভারতীয় মদ ও আতশবাজি জব্দ করেছে রামগড় ৪৩ বিজিবি। গতকাল শনিবার রাত ১১টায় রামগড় ৪৩ বিজিবির আওতায় বাগানবাজার বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মো.জাহানুর ইসলামের নেতৃত্বে একটি টহল দল ভারতীয় মদ ও আতশবাজি জব্দ করে।
গোপন সংবাদের ভিত্তিতে বড়ইবাগানে স্থানে অভিযান চালায় রামগড় ৪৩ বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। মালিকবিহীন ১৮বোতল মদ ও ৮৩০টি আতশবাজি জব্দ করা হয়। জব্দকৃত মদ ও আতশবাজি রামগড় থানায় জিডি এন্ট্রি করে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে।
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, সীমান্তে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না। মাদক চোরাচালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।
পার্বত্যকন্ঠ নিউজ/রনি