রাজধানীর কামরাঙ্গীরচরে একটি বাসায় পারিবারিক কলহের জেরে উজ্জ্বল আহমেদ মুন্না (২৬) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে তার পরিবার। তিনি পেশায় পিকআপ গাড়ির চালক ছিলেন।
শনিবার (১৫ জুলাই) বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক বিকেল সাড়ে ৫টায় মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিহতের বাবা আব্দুস সালাম জানান, তারা কামরাঙ্গীরচরের পুরাতন বিদ্যুৎ অফিস সংলগ্ন ব্যাপারীর বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকেন। বিকেলে তার স্ত্রী শাহিনুর বেগম হঠাৎ দেখেন, চতুর্থ তলার সিঁড়ির রডের সঙ্গে ওড়নায় ফাঁস দিয়ে ঝুলছে উজ্জ্বল। তিনি দ্রুত ওড়না কেটে ঝুলন্ত অবস্থা থেকে তাকে নিচে নামিয়ে হাসপাতালে নিয়ে আসেন। পরে হাসপাতালে নিয়ে আসলে বিকেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতের মা শাহিনুর বেগম জানান, মোবাইল নিয়ে দুপুরে স্ত্রীর সঙ্গে তার রাগারাগি হয়। সেই ঝগড়ার জের ধরেই উজ্জ্বল গলায় ফাঁস দিতে পারে। তিনি আরও জানান,উজ্জ্বল কিশোরগঞ্জের তারাইল উপজেলার তালজাঙা গ্রামের আব্দুস সালামের ছেলে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস