মাসুদ রানা, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লা ঝালকুড়ি বাসস্ট্যান্ড এলাকায় একটি নির্মানাধীন ভবনে লিফটের মালপত্র উপরে উঠানোর সময় ক্রেনের রশি ছিড়ে নিচে পড়ে মোঃ শহিদ(২৭) নামে এক শ্রমিক ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(১৩ জুলাই)দুপুর ১টার দিকে এই ঘটনাটি ঘটে।গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে জরুরী বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার(ওসেকে) চিকিৎসাধীন অবস্থায় বিকেল সোয়া চারটার দিকে মারা যান তিনি।
সহকর্মী আরমান জানান, ফতুল্লার ঝালকুড়ি এলাকায় দিন মজুরের কাজ করতো শহীদ।আজ দুপুরের দিকে একটি নির্মাণাধীন ভবনে ক্রেনে করে লিফটের মালপত্র উপরে তোলার সময় ক্রেনের রশি ছিড়ে মাল সহ নিচে পড়ে গিয়ে গুরুতর যায় এতে আহত হন।পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরো জানান,নিহতের গ্রামের বাড়ি চাঁদপুরের জামালগঞ্জ থানার চানবাড়ি গ্রামে। তার পিতার নাম আব্দুর রউফের।বর্তমানে, নারায়ণগঞ্জের ফতুল্য এলাকায় থাকতেন। এক কন্যা সন্তানের জনক ছিল সে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
পার্বত্যকন্ঠ নিউজ/রনি