• রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম
নির্বাচন কমিশনের পরিপত্রের জটিলতায় গুইমারাতে নতুন ভোটার হতে পারছেনা বাঙালীরা গোয়ালন্দ প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ দীঘিনালায় স্কাউটস এর ত্রি- বাষিক কাউন্সিল অনুষ্ঠিত রামগড়ে গভীর রাতে পাহাড় কাটার দায়ে ২ ব্যক্তির তিন লাখ টাকা জরিমানা  মহালছড়ি থানা পুলিশের বিশেষ অভিযান, আওয়ামীলীগ নেতা গ্রেফতার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার সাথে ঢাকায় নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূতের সাক্ষাৎ বান্দরবানে ৩০ জানুয়ারি উদ্বোধন হতে যাচ্ছে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বান্দরবানে ওএমএস কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক মাইসছড়িতে আগুনে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান জেলা প্রশাসকের খাগড়াছড়িতে আসছেন সাঈদীর কন্ঠের ওয়ায়েজ মাওলানা গোলাম আযম সিন্দুকছড়ি জোনের মানবিক সহায়তা ও বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা খাগড়াছড়ির দুর্গম জনপদে মাটিরাঙ্গা সেনা জোনের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

তরুণদের উদ্যগে বান্দরবানের একমাত্র স্বাধীনতা স্মৃতিস্তম্ভ পুনঃসংস্কার

আসিফ ইকবাল, বান্দরবান: / ১৬২ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ১২ জুলাই, ২০২৩

বান্দরবান পৌরসভার বাস-স্টেশন এলাকার মূল চত্বরে অবস্থিত স্বাধীনতা স্মৃতিস্তম্ভটির পুনঃসংস্কারের কাজ সম্পাদন করেছে ইউ বাংলাদেশ (You Bangladesh) নামক পার্বত্য জেলার স্বনামধন্য সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

দুইদিন ব্যাপী কার্যক্রমের মাধ্যমে তারুণ্যের দক্ষতার ছোঁয়ার প্রাণবন্ত হয়ে উঠেছে বান্দরবানের সর্বপ্রথম নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক স্থাপনাটি।

উক্ত কার্যক্রমে স্বেচ্ছায় শ্রম দিয়েছে বান্দরবান পার্বত্য জেলার কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক ঝাঁক উদ্যমী তরুণ- তরুণীগন।
গত ০৭ জুলাই ২০২৩ তারিখে শুরু হওয়া এই কাজে এক পর্যায়ে মনে হচ্ছিল কাজটি সম্পূর্ণ করা অসম্ভব। কেননা স্মৃতিস্তম্ভটির ভিত্তিচত্বরে জমে আছে রাস্তা সংস্কারের পরিত্যক্ত মাটি, যা খালি হাতে স্থানান্তর করা ছিল প্রায় অসম্ভব। এছাড়াও মূল স্তম্ভে জমে থাকা মস এবং ময়লা পরিষ্কার করা,অবৈধভাবে সেঁটে দেওয়া পোস্টারগুলো উঠানো,সবচেয়ে উঁচুতে অবস্থিত প্রায় মুছে যাওয়া মুক্তিযোদ্ধাদের নামসমূহ পুনঃলিপিবদ্ধকরণ ছিল খুবই ঝুঁকিপূর্ণ। এত সব বিপদের হাতছানি থাকা সত্ত্বেও দলগত প্রচেষ্টায় স্বেচ্ছাসেবীরা প্রথম দিনের মত পরিচ্ছন্নতা ও লিপি অঙ্কনের কাজ শেষ করেন।
০৮ জুলাই ২০২৩ দ্বিতীয় দিনের মতো কাজ শুরু করে ইউ বাংলাদেশের নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবীরা।কাঠফাটা রোদে দাঁড়িয়ে স্তম্ভের ভিত্তিতে সাদা রঙের প্রলেপ দেওয়ার পর দুইপাশে এবং মাঝখানে কাঁচা হাতে রংতুলির আঁচড়ে দক্ষ চিত্রশিল্পীর ন্যায় দৃষ্টিনন্দন আল্পনা ফুটিয়ে তোলেন কয়েকজন স্বেচ্ছাসেবী। এতে করে পরিত্যক্ত আবর্জনার স্তুপ হয়ে পড়ে থাকা একটি স্মৃতিস্তম্ভ হয়ে উঠে সদ্য উদ্বোধন করা কোনো স্থাপনার ন্যায় প্রাণবন্ত।

ইউ বাংলাদেশের পক্ষ থেকে জনাব পারভেজ আহমেদ রুমন জানান, “বান্দরবান পার্বত্য জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত এই স্মৃতিস্তম্ভটি তৈরী হওয়ার পর থেকেই একপ্রকার পরিত্যক্ত হয়ে পড়ে থাকতে দেখা যায়। কেননা ২০২০ সালে জেলাপরিষদ প্রাঙ্গনে অপর একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হওয়ায় এটি সবদিক থেকেই গুরুত্ব হারিয়ে বসে । ইউ বাংলাদেশ একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং পার্বত্য জেলার যে কোন সামাজিক সমস্যার সমাধানে আমরা ঐক্যবদ্ধ। আর সেই সুবাদেই এই সংগঠনের স্বেচ্ছাসেবীরা স্বাধীনতার স্মৃতিস্তম্ভটিকে পুনঃসংস্কারের উদ্যোগ নিই।

এতে সম্মিলিত প্রচেষ্টায় জীর্ণ অবস্থায় পড়ে থাকা স্মৃতিস্তম্ভটি প্রাণবন্ত হয়ে উঠে।মুক্তিযুদ্ধের স্মরণে এমন কাজ করতে পেরে সবাই অত্যন্ত আনন্দিত। এই ধরনের কাজ ভবিষ্যতে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে আরও উৎসাহিত করবে।”

এছাড়াও তিনি ভবিষ্যতে তরুণ প্রজন্মের পক্ষ থেকে এমন আরো নানামুখী সামাজিক সেবামূলক কাজ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি সর্বস্তরের জনসাধারকে You Bangladesh এর তরুণ স্বেচ্ছাসেবীদের উৎসাহ দিয়ে পাশে থাকার আহ্বান জানান।

পার্বত্যকন্ঠ নিউজ/এমএস 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ