ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের রোগী এবং স্বজনদের জন্য “আনাস হোটেল এন্ড রেস্টুরেন্ট “নামে নতুন একটি রেস্টুরেন্ট উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।
মঙ্গলবার (১১ জুলাই) বিকেল চারটার দিকে এই রেস্টুরেন্টটি উদ্বোধন করা হয়। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত সাংবাদিক, চিকিৎসক সহ হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নেতৃবৃন্দ।
এ সময় ঢাকা মেডিকেল হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক চৌধুরীর বলেন, আমরা আশা করব সীতাতপ নিয়ন্ত্রিত এই হোটেলে খাবারের মান যেন যথাযথ ভাবে বজায় রাখা হয়। সেই সঙ্গে মূল্য তালিকা ও যেন সহনীয় পর্যায়ে রাখা হয়। কেননা ঢাকা মেডিকেলে বেশিরভাগই মধ্যবিত্ত শ্রেণীর লোকেরাই চিকিৎসা নিতে আসে। এ কারণেই দামের মূল্য যেন যথাযথ সহনীয় পর্যায়ে রাখা হয়। আনাস হোটেল এন্ড রেস্টুরেন্ট এর পরিচালক আলহাজ আবুল কালাম সওদাগর বলেন, ইনশাআল্লাহ খাবারের মান এবং এর মূল্য তালিকা আমরা এমন একটা পর্যায়ে রাখবো যাতে করে যে কোন শ্রেণীর লোকেরাই আমাদের এই হোটেলে স্বাচ্ছন্দে খেতে পারেন। আমরা কোনভাবেই বাঁসী এবং খাবারের উপযুক্ত নয় এমন কোন জিনিস আমাদের রেস্টুরেন্টে রাখবো না বা পরিবেশনও করব না।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান, এই রেস্টুরেন্টটি আমাদের পুলিশ ক্যাম্প সংলগ্ন হওয়ায় এর প্রতি সর্বদাই আমাদের দৃষ্টি থাকবে। যাতে করে সুষম এবং মানসম্মত খাবার এই হোটেলে পরিবেশন করা হয়।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস