ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে
আমেনা বেগম (৫০) নামে এক নারী প্রতারক চক্রের কবলে পড়েছেন।এ সময় প্রতারক চক্ররা কৌশলে তার কাছে থাকা কানের দুল, নগদ টাকা এবং অ্যান্ড্রয়েড মোবাইল সেট নিয়ে যায়।
মঙ্গলবার (১১ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে পুরাতন ভবন থেকে নতুন ভবনে যাওয়ার সরু গলিতে এই ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী আমেনা বেগম জানান, আজ ১ মাস যাবত আমার মেয়ে ঢাকা মেডিকেলের ১০৯ ওয়ার্ডে চিকিৎসাধীন। আমার মেয়ের পিত্তথলি ফুলে যাওয়ায় অপারেশন হয়।তার চিকিৎসার জন্য আমি দেখাশোনা করি। আজ সকালে আমার মেয়ের কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করার জন্য পুরান ভবন থেকে নতুন ভবনে রান্না ঘরের পাশের সরু গলি দিয়ে যাচ্ছিলাম। এমন সময় সরু গলিতে দাঁড়িয়ে থাকা ৩ জন ব্যক্তি আমাকে কিছু একটা জিজ্ঞেস করলে আমি বুঝতে পারি নাই। তারা আমার মুখের সামনে একটা রুমাল ঝাড়া দিয়ে বলে খুব গরম লেগেছে।এরপর আমার কি যে হল আমি নিজেই বুঝতে পারি না। তারা আমার কানের দুল, আমার কাছে থাকা ব্যাগ থেকে মোবাইল এবং নগদ টাকা নিয়ে চলে যায়। এ ঘটনা কিছুই আমি বুঝতে পারি নাই। আমি পরিবার নিয়ে কামরাঙ্গীরচর থাকি। আমার স্বামী ভেন গাড়িতে করে কাঁচামাল বিক্রি করে। ভোলা জেলার দৌলতখান থানার ফরাজী এলাকায় আমাদের বাড়ি। বর্তমানে আমরা কামরাঙ্গীরচরে ভাড়া থাকি।
এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান,ওই নারী আমাদের কাছে অভিযোগ নিয়ে এলে আমরা তাকে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করার পরামর্শ দেই। পরে ওই নারীকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে প্রতারক চক্রদের খুঁজে বের করার চেষ্টা করি। এ বিষয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
তিনি আরও জানান, হাসপাতালে কোন রোগীর স্বজনরা এলে আমরা বলি মুখে মাস্ক লাগাতে। এর ফলে রোগ জীবাণু এবং প্রতারক চক্রদের এই প্রতারণা থেকেও তারা সুরক্ষা পাবে।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস