• শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
বাগেরহাট সদরের ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত রুমায় যৌথবাহিনীর অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ জব্দ রাজবাড়ীতে বিদেশি মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পদ্মায় মিলল ১৪ কেজির পাঙ্গাশ পদ্মায় জেলের জালে ধরা এক চিতল বিক্রি হলো ২২ হাজার টাকা বাঙ্গালহালিয়াতে অটোরিক্সা চালক কল্যাণ এসোসিয়েশন ২০২৪ইং নির্বাচন সম্পন্ন পাহাড়ি-বাঙ্গালির মধ্যে পারস্পারিক বিশ্বাস, সুসম্পর্ক ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলার আহ্বান- ওয়াদুদ ভূঁইয়া রাঙামাটিতে পিসিসিপি’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন সোনাগাজীতে কৃষকদের মাঝে সার বীজ ও নগদ অর্থ  বিতরণ  গণপ্রকৌশল দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদ্রাসা শিক্ষা নৈতিক ও উত্তম চরিত্র গঠনেও ভূমিকা রাখে- ইউএনও মনজুর আলম মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান

নৈরাজ্যসহ শান্তি পরিবহনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: / ৩১৩ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

খাগড়াছড়িতে এস আলম চেয়ার কোচ পরিচালনায় বাঁধাদানসহ নানা অভিযোগে নৈরাজ্যের প্রতিবাদে খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন গ্রীণ লাইন পরিবহন,এস আলম পরিবহন, সোদিয়া পরিবহনের প্রতিনিধিরা। বৃহস্পতিবার (০৬জুলাই ২০২৩) সকাল ১১টার দিকে খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে খাগড়াছড়ি এস আলম কাউন্টারের ম্যানেজার মো: শরীফ সরকার অভিযোগ করে বলেন, খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপ বেআইনীভাবে আরটিসি কমিটির অনুমোদিত অন্য পরিবহনের কাউন্টার ভাঙচুর,রাস্তা অবরোধ,যাত্রী হয়রানী ও রোটেশন করতে পারেনা। কিন্তু ইদানিং তারা যাত্রী হয়রানী,রোটেশনসহ বিভিন্নভাবে বাধা সৃষ্টি করছে।

এ জেলায় যখন কোন স্বনামধন্য পরিবহন যাত্রীসেবা পরিচালনা করতে আগ্রহী হয়,তখন মালিক সমিতি সর্বোচ্চ বাঁধা প্রদান করে। যাতে নতুন কোন পরিবহন পরিবহন খাগড়াছড়ি থেকে রুট পরিচালনা করতে না পারে। যদিও কোন পরিবহন নতুন পরিবহনের মালিকেরা সমিতির বাধা অতিক্রম করে রুট পরিচালনা করতে সক্ষম হয়।

তখন তারা নিত্য নতুন দাবী নিয়ে আসে।সমিতির বাস ভর্তির নাম দিয়ে অবৈধভাবে টাকা গাড়ীর প্রতি জিপির নামে অনৈতিকভাবে অর্থ আদায় করে থাকে। অথচ এই বিপুল পরিমাণ আদায়কৃত অর্থের গন্তব্য সবারই অজানা। এ জন্য তিনি প্রশাসনের নিকট সুস্থ তদন্তের মাধ্যমে সুরাহারসহ ৬ দফা দাবী জানান ।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রীণ লাইন পরিবহনের ম্যানেজার শাহাদাত হোসেন জিসান,খাগড়াছড়ি এস আলম পরিবহনের প্রতিনিধি ফারুক আহমেদ,মাটিরাঙ্গা এস আলম পরিবহনের প্রতিনিধি মো: এরশাদ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ