• রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
লংগদুতে সন্তু গ্রুপ কর্তৃক ইউপিডিএফ সদস্যসহ ২ জনকে গুলি করে হত্যার নিন্দা ও প্রতিবাদ-ইউপিডিএফ রাঙ্গামাটিতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ সদস্যসহ নিহত-২ কেএনএফের নারী শাখার প্রধান সমন্বয়ক আকিম বম গ্রেপ্তার মানিকছড়িতে নবনির্বাচিত জনপ্রতিনিধি সংবর্ধনা দীঘিনালায় ইউনিয়ন পরিষদ কর্মপরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত কাপ্তাইয়ে পুলিশ এর অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী চৌদ্দগ্রাম থেকে গ্রেপ্তার  রাজস্থলী  উপজেলা পরিষদ নির্বাচন: ভোটারের  দোয়ারে দোয়ারে ছুটছেন প্রার্থীরা, চাইছেন দোয়া উপজেলা পরিষদ নির্বাচন: লামায় শেষমুহুর্তে জমে উঠেছে ভোটের লড়াই মহেশখালীতে জেলেদের ৫৬ দিন বন্ধে সচেতনতামূলক সভা ও স্মার্ট কার্ড বিতরণ চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে ৩০ লিটার  চোলাইমদ সহ দুই মাদক ব্যবসায়ী আটক  কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচন: তাপদাহ উপেক্ষা করে প্রার্থীরা ছুটছেন ভোটার দোয়ারে দোয়ারে  খাগড়াছড়িতে সার্বজনীন পেনশন স্কীম নিবন্ধনে শীর্ষে মাটিরাঙা

লামা সরকারি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্য সেবা শুরু

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবান: / ৬৭৫ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

সরকারি স্থাপনা ও বিদ্যমান সুবিধাদির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে নির্ধারিত অফিস সময়ের পর চিকিৎসা সেবা প্রদান করে ক্রমবর্ধিষ্ণু জনসাধারণের চিকিৎসা সেবা নিশ্চিতকরণ লক্ষ্য নিয়ে সারাদেশের ন্যায় বান্দরবানের লামা উপজেলায় শুরু হয়েছে প্রাতিষ্ঠানিক বৈকালিক স্বাস্থ্য সেবা। বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুর ২টা ৩০ মিনিটের বান্দরবান সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ভানু মার্মা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মঈনুদ্দিন মোর্শেদ এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মংহ্লা মার্মা, লামা হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডাঃ মাকসুদা বেগম, জুনিয়র কনসালটেন্ট (এনেস্থিসিয়া) ডাঃ নুর মোহাম্মদ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ রোবিন, ডাঃ মোঃ জুনায়েদ সহ প্রমূখ।

জানা যায়, দেশের ১২টি জেলা সদর হাসপাতাল এবং ৩৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাইলটিংভাবে এ চিকিৎসাসেবা দেয়া শুরু হয়। চট্টগ্রাম বিভাগের ১০টি হাসপাতালের মধ্যে অন্যতম এবং তিন পার্বত্য জেলার একমাত্র বৈকালিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের অফিস সময়-পরবর্তী (সাপ্তাহিক ছুটি এবং সরকারি ছুটির দিন ব্যতীত) বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত এই সেবা পাবে জনগণ।

লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মঈনুদ্দিন মোর্শেদ বলেন, ‘সারাদেশের ন্যায় আজ ৩০ মার্চ থেকে পাইলট প্রকল্প হিসেবে ইন্সটিটিউশনাল প্র্যাকটিস লামায় শুরু হয়েছে। এর আওতায় সরকারি হাসপাতালে প্রতিদিন ১ জন বিশেষজ্ঞ ডাক্তার ৩০০ টাকা ও ১ জন মেডিকেল অফিসার ২০০ টাকা ফি নিয়ে প্রাতিষ্ঠানিক প্র্যাকটিস সেবা দিয়ে যাবেন। প্রথমদিনে জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডাঃ মাকসুদা বেগম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ রোবিন, ডাঃ মোঃ জুনায়েদ ৩টি চেম্বারে ১২ জন রোগী প্রাতিষ্ঠানিক বৈকালিক স্বাস্থ্য সেবা নিয়েছে। এই সেবাটি সম্পর্কে মানুষ এখনো জানেনা, জানলে সেবাপ্রার্থী বাড়বে। এইটি বর্তমান সরকারের একটি মাইলফলক কার্যক্রম।

বৈকালিক স্বাস্থ্য সেবা নিতে আসা রোগী আমেনা বেগম, কমলা রাণী, মুক্তা আক্তার ও ত্রিদীপ বড়ুয়া সহ অনেকে বলেন, ‘উপজেলা শহর হওয়ায় দুপুর ২টার পর বিশেষজ্ঞ বা এমবিবিএস ডাক্তার পাওয়া যেত না। আর যারা একটু আলাদা পরিসরে ডাক্তার দেখাতে পছন্দ করে তাদের জন্য এই উদ্যোগ যথেষ্ট কাজে দিবে৷ স্বল্প ফি তে ডাক্তারের পরামর্শ ও পরীক্ষা নিরীক্ষা করাতে পেরে আমরা খুশি।’

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ