রাঙ্গামাটির লংগদুতে মিথ্যা অভিযোগে মানববন্ধন করায়, প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মোহাম্মদ আলী।
বৃহস্পতিবার (৩০ মার্চ) বেলা ১১টায় লংগদু প্রেসক্লাবে তিনি এবং তার পরিবারের লোকজন উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করেন।
মোহাম্মামদ আলী মাইনীমূখ ইউপি, উপজেলা: লংগদু, রাঙ্গামাটি পার্বত্য জেলার গাঁথাছড়া গ্রামের স্থায়ী বাসিন্দা । সংবাদ সম্মেলনে তিনি জানান সে ৩৮৬নং গুলশাখালী মৌজার অর্ন্তগত আনুমানিক ১৯.৮০ (উনিশ একর আশি শতক) জায়গা ক্রয় সুত্রে মালিক, আমার ঘাম জড়ানো নিজেস্ব অর্থায়নে জায়গা ক্রয়ের পর জঙ্গল পরিষ্কার করিয়া বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বাগান সৃজন করিয়াছি এমতাবস্থায় গত ২৭/০৩/২০২৩ খ্রিঃ তারিখ গুলশাখালী চৌমূহনী বাজারে কিছু সংখ্যক অসাধু লোক সংঘবদ্ধ হয়ে আমার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে মানববন্ধন করেন যে, আমি নামে বেনামে ৩৮৬নং গুলাশাখালী মৌজায় প্রায় ৬০/৭০ একর জায়গা জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে
দখল করিয়াছি। যাহা ডাহা মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত। আমি একজন ব্যবসায়ি আমার মানহাকর কথিত মানবন্বনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, পাশাপাশি চরিত্র হননের অপরাধের জন্য আইনের আওতায় এনে মানবন্ধনে অংশগ্রহন কারীদের বিচার দাবি জানাচ্ছি ।
মোহাম্মদ আরো বলেন মানববন্ধন কারীরা অভিযোগ করে, আমি চট্টগ্রামের বাসিন্দা কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা আমি ৩৮৭নং গাঁথাছড়া মৌজার স্থায়ী বাসিন্দা। এসময় তিনি সাংবাদিকদের তার স্থায়ী বাসিন্দার যাবতীয় কাগজপত্র উপস্থাপন করেন।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন আমি স্টাম্পের মাধ্যমে খাস জায়গা দখল সত্বে ক্রয় করি, পরে বিবিধ মামলা (সুট কবুলিয়ত) করি।
এম/এস