• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার ডাকে ৭২ ঘণ্টা সড়ক অবরোধ ফেসবুক স্ট্যাটাস কলেজ ছাত্রের, কর্ণফুলী নদীতে মিলল মরদেহ খাগড়াছড়িতে সংঘাতের জেরে সহিংসতা ও নাশকতা রোধে ১৪৪ ধারা জারি রুখতে হবে ষড়যন্ত্র- আলমগীর কবির গোয়ালন্দে অটোরিকশা সহ চোর চক্রের প্রধান আটক জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে বান্দরবানে জলবায়ু ধর্মঘট রাঙ্গামাটিতে উপজাতি সন্ত্রাসী কতৃক মসজিদে হামলার প্রতিবাদে লংগদুতে বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে সহিংস ঘটনায় নিহত ৩- আহত ৯ খাগড়াছড়ির দীঘিনালার লারমা স্কয়ার দুই পক্ষের বিরোধে বাজারে আগুন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বরকল উপজেলায় কমিটি ঘোষণা রামগড়ে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ভারতীয় পণ্যসহ আটক ২ লক্ষ্মীছড়ি কলেজে শিক্ষক পরিষদ গঠন

মহেশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ টি বসতবাড়ি পুড়ে ছাই

হ্যাপী করিম, স্টাফ রিপোর্টার (মহেশখালী) কক্সবাজার: / ১৯৯ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

কক্সবাজার জেলার মহেশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর পুড়ে ছাই ভস্মীভূত হয়েছে।
বুধবার (২২ শে মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কুতুবজোম ইউনিয়নের বটতলী বাজারের পাশে কামাল পাশা বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যা ৬টার দিকে কামাল পাশা রান্না ঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পাশের থাকার ঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টাকালে পুড়ে ভস্মীভূত হয়ে যায় পাঁচটি ঘর। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের গ্যাস সিলিন্ডার সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে তারা ধারনা করছেন। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় মেম্বার জানান, তারা এখানে অল্প একটু জমিতে বাস করেন। আগুনে তাদের মাথা গোজার একমাত্র বসতঘর ও ঘরে রাখা কিছু নগদ অর্থসহ শেষ সম্বল সবকিছু আগুনে পুড়ে তারা এখন নিঃস্ব হয়ে গেছেন। সবকিছু হারিয়ে পরিবারটি এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন অতিবাহিত করছে কামাল পাশা, গফুর আলম, জাহেদ, জাফর আলম ও বেলাল হোসেন এর পরিবার।

এ বিষয়ে জানতে চাইলে মহেশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার পূলক কান্তি সরকার বলেন, আমরা দেরিতে এসেছি এটা সত্যি নয় আমরা খবর পাওয়ার এক মিনিটের মধ্যে কালবিলম্ব না করে ঘটনাস্থলের দিকে রওয়ানা দিয়েছি। এখানে  উপস্থিত হয়ে আশেপাশে পানির উৎস না থাকায় পরবর্তী গাড়িটি আসতে সামান্য সময় লাগলেও আমাদের ইউনিট সর্বোচ্চ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

কুতুবজোম ইউপি চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল  জানান, মধ্যম পাড়া এলাকার দিনমজুর অসহায় ৫টি পরিবারের শেষ সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। সরকারি অনুদানের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যানের কাছে দরখাস্ত দেওয়া হবে এবং আমি ব্যক্তিগতভাবে ও ইউনিয়ন পরিষদ থেকে সর্বাত্মক সহযোগীতা করবো।
এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ