• রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
নির্বাচন কমিশনের পরিপত্রের জটিলতায় গুইমারাতে নতুন ভোটার হতে পারছেনা বাঙালীরা গোয়ালন্দ প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ দীঘিনালায় স্কাউটস এর ত্রি- বাষিক কাউন্সিল অনুষ্ঠিত রামগড়ে গভীর রাতে পাহাড় কাটার দায়ে ২ ব্যক্তির তিন লাখ টাকা জরিমানা  মহালছড়ি থানা পুলিশের বিশেষ অভিযান, আওয়ামীলীগ নেতা গ্রেফতার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার সাথে ঢাকায় নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূতের সাক্ষাৎ বান্দরবানে ৩০ জানুয়ারি উদ্বোধন হতে যাচ্ছে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বান্দরবানে ওএমএস কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক মাইসছড়িতে আগুনে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান জেলা প্রশাসকের খাগড়াছড়িতে আসছেন সাঈদীর কন্ঠের ওয়ায়েজ মাওলানা গোলাম আযম সিন্দুকছড়ি জোনের মানবিক সহায়তা ও বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা খাগড়াছড়ির দুর্গম জনপদে মাটিরাঙ্গা সেনা জোনের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

স্বপ্নের বাড়ি পেয়ে আনন্দে আত্মহারা লামার গৃহহীন ৪০ পরিবার

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবান: / ৬০১ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ২২ মার্চ, ২০২৩

মাননীয় প্রধানমন্ত্রীর “মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” এ নির্দেশনা বাস্তবায়নে দেশের ৩৯৩৬৫ ‍ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের আওতায় বান্দরবানের লামা উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ৪০ পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হয়েছে।

বুধবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টার সময় গণ ভবন থেকে উপকারভোগী পরিবারের নিকট গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন পরবর্তী আলোচনা সভা শেষে ভূমিহীন ও গৃহহীন ৪০ পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়।

গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধনের অংশ হিসেবে সরকারের আশ্রয়ণ প্রকল্পের অধিনে লামা উপজেলায় ৪র্থ পর্যায়ের জমিসহ ৪০টি পরিবারের কাছে গৃহ হস্তান্তর করা হয় এবং সনদ বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার। এরমধ্যে লামা সদর ইউনিয়নে ১০টি, ফাঁসিয়াখালী ইউনিয়নে ৯টি, রূপসীপাড়া ইউনিয়নে ১০টি এবং ফাইতং ইউনিয়নে ১১টি পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়নের এ ঘর উপহার দেয়া হয়। এছাড়া লামা উপজেলার ৪টি ইউনিয়নে আরো ৫০টি গৃহ নির্মাণাধীন রয়েছে। যেগুলো কাজ শেষ হলে শীঘ্রই গৃহহীন পরিবারকে বুঝিয়ে দেয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার। আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভ‚মি) এস এম রাহাতুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য শেখ মাহাবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন, মিলকী রাণী দাশ, ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, ছাচিং প্রু মার্মা, মিন্টু কুমার সেন। এছাড়া সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সুবিধাভোগী লোকজন উপস্থিত ছিলেন। আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়ে উপকারভোগীগণ মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা জানান।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ