আর্ত মানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী’ প্রতিপাদ্যকে সামনে রেখে দীঘিনালা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী ২০৩ পদাতিক বিগ্রেডের আয়োজনে এবং দি বেবী টাইগার্স দীঘিনালা সেনা জোনের সার্বিক ব্যবস্থাপনায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় দীঘিনালা সেনা জোনের আওতাধীন জামতলী এলাকার মানিকছড়ি হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে এ-মেডিকেল ক্যাম্পেইন ও ঔষধ বিতরণ করা হয়।
বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন ও ঔষুধ বিতরণকালে উপস্থিত ছিলেন, দীঘিনালা সেনা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মুস্তাফিজুর রহমান।
এসময় উপকার ভোগী মিরা সরকার (২৮) জানান, আমি ও আমার তিন ছেলে-মেয়েসহ সেনাবাহিনী কতৃক বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়েছি। পারভীন আক্তার (২৭) বলেন, আমি ও আমার মেয়ে সহ সেনাবাহিনী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন থেকে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়েছি। আরো অনেকেই সেনাবাহিনী কতৃক বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করে উপকৃত হচ্ছে। আমরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ।
এম/এস