• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
কাপ্তাইয়ে জাতীয় দিবস এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত  মাটিরাঙ্গায় প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ খেলবে বগুড়ার রক্সি ফুটবল একাডেমী বান্দরবানে পুলিশ লাইন্সে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠান হারিয়ে যাওয়া ৮৩টি মোবাইল ও বিকাশে নগদ ২ লাখ টাকা মালিকদের কাছে হস্তান্তর করলেন -এপিবিএন রামগড়ে ৮ বছর পর সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার নাইক্ষ্যংছড়ি বিএনপির র‍্যালী ও শোভাযাত্রায়- গোয়ালন্দে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত গুইমারাতে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা অনুষ্ঠিত কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে লোহাগড়া এবং বারঘোনিয়া হতে আটক ২ কাপ্তাই ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানালেন উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ মাটিরাঙ্গায় গ্রাম পুলিশে সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন

স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট মানুষ হতে হবে- কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

স্টাফ রির্পোটারঃ / ৫৬০ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩

বাংলাদেশ আওয়ামী লীগ খাগড়াছড়ি সদর উপজেলা শাখা’র অভিষেক অনুষ্ঠান, পরিচিতি সভা ও আলোচনা সভা, কমিটির সাবেক কমিটিদের  সম্মাননা স্মারক ও  সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সনজীব ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা)  কুজেন্দ্র লাল ত্রিপুরা.এমপি।

এ উপলক্ষে খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশ’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন,  বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে দাঁড়িয়ে আছে। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। তার যোগ্য নেতৃত্বে আজ বাংলাদেশ উন্নয়নের জোয়াড়ে ভাসছে। বাংলাদেশ আওয়ামী লীগ অবশ্যই দুঃখ -দুর্দশা মানুষের পরম বন্ধু।বাংলাদেশ এখন ডিজিটাল হয়ে গেছে। আমরা এখন স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে অবশ্যই স্মার্ট মানুষ  হতে হবে।  ২০৪১সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের তাঁর সুযোগ্য কন্যা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আলোচনা সভার পরপরে সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতৃবৃন্দদের মাঝে সম্মাননা স্মারক ও সনদ পত্র বিতরণ করা হয়। বিকালের দিকে একাদশ  জাতীয় নির্বাচনে বিজয়ের ৪(চার) বর্ষপূর্তি উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী  সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদের সদস্য, এ্যাডভোকেট আশুতোষ চাকমা, নিলোৎপল খীসা জেলার সদর উপজেলা আওয়ামীলীগের নেতাতর্মীরা।
এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ