• বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে সাংবাদিকদের যৌথ সিদ্ধান্তে অনুষ্ঠিত জরুরী সভায় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের সংবাদ বয়কট অপারেশন ডেভিল হান্ট অভিযানে রামগড়ে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২ পটিয়ায় রংধনু ফাউন্ডেশন ক্রিকেট চ্যাম্পিয়নশীপের উদ্বোধন পটিয়ায় পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা, নারীসহ পরিবারের সদস্যদের মারধর কাপ্তাইয়ে বাংলাদেশ ব্যাংক কলোনি স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস উদ্বোধন রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা ও সিগারেট জব্দ ফের চকরিয়ার ফাঁসিয়া খালীতে হাতির রহস্যময় মৃত্যু  রামগড় ৪৩ বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণে সনদপত্র বিতরণ দৌলতদিয়া পদ্মা নদীতে ইলিশ সংরক্ষণে বাধ অপসারণ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ছাত্রদলের পক্ষ হতে সহায়তা প্রদান কাপ্তাই তারুণ্যের মেলার দ্বিতীয় দিনে পুষ্টি বিষয়ক কর্মশালা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান রাজস্থলী শিলছড়িতে আগুনে পুড়ে তিন বসতঘর ছাই

মাগুরায় ভুর্তকি মূল্যে খোলা বাজারে চাল বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন

মাগুরা প্রতিনিধিঃ / ৩৯১ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরায় ওএমএস ও টিসিবির কার্যক্রম সমন্বয় সাধনের মাধ্যমে ভুর্তকি মূল্যে খোলা বাজারে চাল বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর ২০২২ সকাল ৯.৩০ টার সময় জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ মাগুরা এর আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ভুর্তকি মূল্যে মাগুরা সদর পৌরসভা এবং শালিখা, মহম্মদপুর ও শ্রীপুর উপজেলায় খোলা বাজারে চাল বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। চাল বিক্রয় কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মাগুরা ডঃ আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন, উপসচিব খাদ্য মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ডঃ ললিতা রানী বর্মন, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদার, উপজেলা নির্বাহী অফিসার তারিফ উল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য পরিদর্শক রতন কুমার দাস, (ভারপ্রাপ্ত) গুদাম কর্মকর্তা নুরে আলম সিদ্দিক সহ খাদ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দগণ। এছাড়াও ইউনিয়ন পর্যায়ে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় তথ্য যাচাইকৃত ভোক্তাদের ১৫ টাকা কেজি দরে চাল বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। খোলা বাজারে প্রতি কেজি চাল ৩০ টাকা দরে বিক্রয় হবে। মাথাপিছু সর্বোচ্চ ৫ কেজি, টিসিবি কার্ডধারীদের অগ্রাধিকার দেয়া হবে। টিসিবি কার্ডধারীগণ প্রতি মাসে ১৫ দিন অন্তর অন্তর ৫ কেজি করে মাসে মোট ১০ কেজি চাল পাবে। তবে টিসিবি ভোক্তাদের অবশ্যই টিসিবির কার্ড সংগে আনতে হবে। এছাড়া যারা সাধারণ ক্রেতা তাদেরকে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সংগে আনতে হবে। মাগুরা সদর পৌরসভায় ১০ টি কেন্দ্রে ১০ জন ডিলার দিয়ে প্রতিদিন ১ মেট্রিক টন চাল বিক্রয় করা হবে। এছাড়া শালিখা, মহম্মদপুর ও শ্রীপুর উপজেলায় ২ জন করে ডিলার দিয়ে প্রতিদিন ডিলার দিয়ে প্রতিদিন ডিলার প্রতি ২ মেট্রিক টন করে চাল বিক্রয় করা হবে। মাগুরা জেলায় মোট ২৭৪৩২ জন খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডধারী আছে। ৩৬ টি ইউনিয়নে ৬৭ জন ডিলারদের মাধ্যমে যাদের তথ্য সঠিকভাবে যাচাই সম্পন্ন হয়েছে তাদেরকে কার্ডপ্রতি মাসে ৩০ কেজি করে চাল দেয়া হবে। খাদ্যবান্ধব কর্মসূচির প্রতিকেজি চালের মূল্য ১৫ টাকা করে।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ