বাঘাইছড়ি (রাংগামাটি) প্রতিনিধি :
রাংগামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার রুপকারি ইউনিয়ন এর রুপকারি পশ্চিম মুসলিম ব্লক গ্রামের দুই শতাদিক ধর্মপ্রাণ মুসুল্লিদের একমাত্র জামে মসজিদটি ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হলেও এর মধ্যে কোন সরকারি অনুদান না পাওয়ায় এবং অত্র এলাকার মানুষ গুলো হত দরিদ্র হওয়ায় মসজিদটি সংস্কার করতে না পারায় অনেক কষ্ট করে নামাজ আদায় করতে হচ্ছে এলাকার ধর্মপ্রাণ মুসুল্লিদের।
সরেজমিনে গিয়ে দেখা যায় মসজিদটির ভবন পুরনো হওয়ায় ঝুঁকি পুর্ন হয়ে গেছে তারপরও মুসুল্লিরা নামাজ আদায় করছেন।
এদিকে ওসমান গনি নামের এক মুসুল্লি জানান প্রায় সময় নামাজ পড়তে গেলে মসজিদের আস্তর ভেঙে গায়ে পড়ে আর বৃষ্টি পড়লে নামাজ আদায় করতে অনেক কষ্ট হয়।
এদিকে রুপকারি মুসলিম ব্লক জামে মসজিদ এর সাধারণ সম্পাদক ও রুপকারি ইউনিয়ন পরিষদ এর সদস্য আবদুল হামিদ বলেন, এই মসজিদ টি ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হলেও আজ পর্যন্ত আমরা সরকারি কোন অনুদান পায়নি।তবে আমরা এই মসজিদটি নিজস্ব অনুদানে কোন রকম চালিয়ে যাচ্ছি। আমরা কমিটির পক্ষ থেকে ২৯৯ নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এর সুপারিশ নিয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে একটি আবেদন করছি। যদি উন্নয়ন বোর্ড কর্তীপক্ষ আমাদের মসজিদের নতুন ভবন করে দেয় তাহলে অত্র এলাকার ধর্ম প্রাণ মুসুল্লিরা নিরাপদে নামাজ আদায় করতে সক্ষম হবে।