• মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
বিপন ত্রিপুরাকে সভাপতি ও দীপক ত্রিপুরা কে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠিত গোয়ালন্দে  খাজনা আদায়ে বাঁধার ও চাদার দাবী অভিযোগে সংবাদ সম্মেলন কাপ্তাইয়ে উপকারভোগীদের সাথে মতবিনিময় করলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান রামগড় স্বাস্থ্যকমপ্লেক্সে পানির ফিল্টার ও সোলার প্যানেল প্রদান রামগড় ৪৩ বিজিবি উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরন কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত  খাগড়াছড়িতে জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিকল্প আয়ের মাধ্যমে জলাশয়ের মাছের ভারসাম্য রক্ষার উদ্যোগ শেখ হাসিনা দেশের হাজার কোটি টাকা পাচার করে দেশের অর্থনীতিকে পঙ্গু করেছে…. চরমোনাই পীর রাজবাড়ীতে প্রবাসীকে কুঁপিয়ে হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার লংগদুতে ৩৭ বিজিবির জোনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার লংগদু সরকারি মডেল কলেজের নতুন অধ্যক্ষকে সংর্বধনা

লংগদুতে পিসিসিপি,র, ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ আলমগীর হোসেন, লংগদু (রাঙ্গামাটি) / ১৪০ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

মোঃ আলমগীর হোসেন, লংগদু (রাঙ্গামাটি)
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি’র) লংগদু উপজেলা শাখার “ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ মার্চ (সোমবার) লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উপজেলা সভাপতি মো: সুমন তালুকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: মনির হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু থানা অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ।

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পিসিসিপি চট্টগ্রাম মহানগর সভাপতি মোঃ গিয়াস উদ্দিন,
বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিসিপি সাবেক লংগদু উপজেলা সভাপতি মো: দেলয়ার হোসেন, জাতীয় নাগরিক কমিটির চট্টগ্রাম মহানগরের দপ্তর সম্পাদক মো: কামরুল হাসান কাদের, পিসিসিপি রাঙামাটি জেলা শাখার যুগ্ন সম্পাদক মো: মহিবুল্লাহ (নুহাস), জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর সভাপতি আমিনুর রশিদ, লংগদু উপজেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক ফিরোজ মাহমুদ, ইসলামী ছাত্র শিবির লংগদু উপজেলা সভাপতি নবী হোসেন, পিসিসিপি উপজেলা সাংগঠনিক সম্পাদক মো: খালিদ রেজা, প্রমুখ।

এসময় নেতৃবৃন্দরা বলেন, কোন বিশেষ সম্প্রদায় সকল ক্ষেত্রে বিশেষ সুবিধা উপভোগ করবে আর অন্যরা নিদারুন বৈষম্যের শিকার হবে, তা বাংলাদেশের মহান সংবিধানের ৪টি মূলনীতি-সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ এর পরিপন্থী। সর্বোপরি মহান মুক্তিযুদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশের চেতনায় সকল নাগরিকের সমঅধিকার রক্ষা, বৈষম্য নিরসন ও সুযোগের সমতা নিশ্চিতের অধিকার ব্যাহত করে। দীর্ঘ দিন ধরে চলে আসা এসব বৈষম্যের কারণে পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক বিদ্বেষ, অনাস্থা, হানাহানী দিনদিন বেড়েই চলেছে। সার্বিক বিবেচনায় উচ্চশিক্ষা ও চাকরিতে সঠিক ভাবে কারা অনগ্রসর তা যাচাই করে প্রয়োজনীয় সংস্কার করা একান্ত প্রয়োজন।

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বঞ্চিত, নিপীড়িত, প্রান্তিক, অনগ্রসর বাঙালি জনগোষ্ঠীকে পিছনে রেখে বাংলাদেশের সার্বিক উন্নয়ন এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন কোন দিন সার্থক হবে না। ক্ষুধা ও দারিদ্রমুক্ত, অসাম্প্রদায়িক বৈষম্য মুক্ত দেশ গড়তে বাংলাদেশের সকল প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রান্তিক ও অনগ্রসর জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সমান অধিকার প্রতিষ্ঠা করতে সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান পিসিসিপি নেতৃবৃন্দরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ