• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
রাঙামাটিতে পিসিসিপি’র বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত  ইয়াবা কারবারি দুই সহোদর গ্রেপ্তার, অধরা মুল হোতা! বৈসাবির রঙ্গে রঙ্গিন পাহাড়…গুইমারাতে বর্ণাঢ্য সাংগ্রাই র‌্যালিতে নিজস্ব ঐতিহ্য তুলে ধরলো মারমা সম্প্রদায় খাগড়াছড়ি বন বিভাগ বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর প্রাকৃতিক বনে অবমুক্ত করে সাংগ্রাইকে স্বাগত জানিয়ে মানিকছড়িতে মঙ্গল শোভাযাত্রা কাপ্তাইয়ে সিক্স এ সাইড প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন  গুইমারায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত যুবদল নেতা রবিউলের শয্যাপাশে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে মারমা নববর্ষ মাহাঃ সাংগ্রাই পোয়েঃ উদযাপন রাঙ্গুনিয়ায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সুর এবং ছন্দের তালে মাতোয়ারা দর্শক      রামগড়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার কাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৫০০০ টাকা জরিমানা 

মাটিরাঙায় সেনা অভিযানে ১৪ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ

স্টাফ রিপোর্টার: / ২১৮ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

 

খাগড়াছড়ি : দুর্গম পাহাড়ি সীমান্ত অতিক্রম করে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে আসা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় সিগারেট। চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা ছয় হাজার নয়শ পঞ্চাশ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করেছে গুইমারা রিজিয়নের অধীন মাটিরাঙ্গা সেনা জোন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা জোনের আরপি চেকপোস্টের সামনে একটি কাভার্ড ভ্যানে তল্লাশী চালিয়ে ব্র্যান্ডের এসব অবৈধ সিগারেট জব্দ করা হয়।

জানা গেছে, শুল্ক ফাঁকি দিয়ে কাভার্ড ভ্যানে করে বিক্রির জন্য সমতলের জেলায় নিয়ে যাচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা জোনের আরপি চেকপোস্টের সামনে একটি কাভার্ড ভ্যানে তল্লাশী চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ছয় হাজার নয়শ পঞ্চাশ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করেছে গুইমারা রিজিয়নের অধীন মাটিরাঙ্গা সেনা জোন। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজার মুল্য ১৪ লক্ষ টাকা।

শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে কোনো পণ্য প্রবেশ ও বাজারজাত করতে দেওয়া হবে না জানিয়ে মাটিরাঙা জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃত সিগারেট সীতাকুণ্ড কাস্টমসে জমা করার প্রক্রিয়া চলমান রয়েছে। মাদক ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ