• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০১:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
রাঙামাটিতে পিসিসিপি’র বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত  ইয়াবা কারবারি দুই সহোদর গ্রেপ্তার, অধরা মুল হোতা! বৈসাবির রঙ্গে রঙ্গিন পাহাড়…গুইমারাতে বর্ণাঢ্য সাংগ্রাই র‌্যালিতে নিজস্ব ঐতিহ্য তুলে ধরলো মারমা সম্প্রদায় খাগড়াছড়ি বন বিভাগ বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর প্রাকৃতিক বনে অবমুক্ত করে সাংগ্রাইকে স্বাগত জানিয়ে মানিকছড়িতে মঙ্গল শোভাযাত্রা কাপ্তাইয়ে সিক্স এ সাইড প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন  গুইমারায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত যুবদল নেতা রবিউলের শয্যাপাশে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে মারমা নববর্ষ মাহাঃ সাংগ্রাই পোয়েঃ উদযাপন রাঙ্গুনিয়ায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সুর এবং ছন্দের তালে মাতোয়ারা দর্শক      রামগড়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার কাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৫০০০ টাকা জরিমানা 

লামায় অস্ত্র ও চোরাই মালামালসহ নারী গ্রেফতার 

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবান। / ৩০৬ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবানঃ
বান্দরবানের লামায় অস্ত্র ও চোরাই মালামালসহ বেবি আকতার (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে লামা থানা পুলিশ। সোমবার (০৬ জানুয়ারী) বেলা ১১টায় লামা থানায় অফিসার ইনচার্জ এর কক্ষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন। এসময় লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লামার প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গ্রেফতারকৃত আসামী বেবি আকতার (৩৫) লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড কুমারমারঝিরির নুরুল আমিনের স্ত্রী এবং আবুল হাশেম ও জহুরা বেগমের মেয়ে।

অফিসার ইনচার্জ লিখিত বক্তব্যে জানান, ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারমারঝিরিস্থ (জলপাইতলী) ফাল্গুনী লেটেক্স রাবার বাগানের কেয়ারটেকার জনৈক রিমন্ত রোয়াজা অফিসার ইনচার্জ, লামা থানাকে সংবাদ দেন রাবার বাগানের অফিস রুমের পার্শ্বে ঝিরি হতে পানির মেশিন এক্সপার্ট সাবমারসিবল পাম্প, কন্ট্রোল বক্সসহ অন্যান্য মালামাল চুরি হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৫টায় কুমারী পুলিশ ক্যাম্পের একটি টিম কুমারমারঝিরি এলাকার নুরুল আমিন বসত ঘরে অভিযান চালিয়ে অস্ত্র ও চোরাই মালামাল উদ্ধার করে পুলিশ। এসময় তার বাড়ি থেকে একটি একনলা বন্দুক, (যার লম্বা অনুমান ০৪ ফুট ০৫ ইঞ্চি), একটি এক্সপার্ট সাবমারসিবল পাম্প ও কন্ট্রোল বক্সসহ অন্যান্য মালামাল পাওয়া যায়।

অভিযানে নেতৃত্ব দেন কুমারী পুলিশ ক্যাম্পের আইসি (এসআই) জামিল আহমদ। তিনি বলেন, নির্দেশ পেয়ে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করি। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত সন্দেহে আসামী নুরুল আমিন (৩৫) এর বাড়িতে অভিযান পরিচালনাকালে আসামী নুরুল আমিন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তখন আসামীর ঘরে তার স্ত্রী বেবি আকতার কে পেয়ে তাদের বসত ঘর তল্লাশী করে চোরাই যাওয়া একটি এক্সপার্ট সাপমারসিবল পাম্প, কন্ট্রোল বক্সসহ অন্যান্য মালামাল তার দেখানো মতে পেয়ে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করি এবং তাকে গ্রেফতার করি। তল্লাশীর একপর্যায়ে গ্রেফতারকৃত আসামীর দেখানোমতে তাদের বসত ঘর হতে একটি একনলা বন্দুক উদ্ধার করি৷

অফিসার ইনচার্জ বলেন, বেবি আকতার ও পলাতক আসামী নুরুল আমিন সহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে লামা থানার মামলা নং-০২, তারিখ- ০৫/০১/২০২৫ খ্রিঃ, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করা হয়। অস্ত্র উদ্ধারের বিষয়ে এসআই জামিল আহমদ বাদী হয়ে গ্রেফতারকৃত আসামী বেবি আকতার, পলাতক আসামী নুরুল আমিনের বিরুদ্ধে এজাহার দায়ের করে। যার লামা থানার মামলা নং-০৩, তারিখ-০৫/০১/২০২৫ খ্রিঃ, ধারা-The Arms Act 1878 19A রুজু করা হয়। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও ঘটনার সাথে জড়িত পলাতক এবং অজ্ঞাতনামা আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

এই বিষয়ে বেবি আকতারের ভাই ও তিন মেয়ের সাথে কথা হয়। তারা জানান, কেউ বা কারা কৌশলে তার মা বাবাকে ফাসাতে এইসব করেছে। তারা বেবি আকতার নিরপরাধ বলে দাবী করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ