• শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
দীঘিনালায় ভাঙ্গা ঘরে কষ্টে দিন কাটছে অসহায় আহমদ আলী পরিবারের রামগড়ে চার মাংস ব্যবসায়ীকে জরিমানা গোয়ালন্দ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন-সভাপতি আজু শিকদার, সম্পাদক শহিদুল ইসলাম আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দিলেন যামিনীপাড়া জোন রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনে দুই ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমানা খাগড়াছড়ি বন বিভাগ দু’টি বন মোরগ উদ্ধার করে অবমুক্ত করলো প্রাকৃতিক বনে মাটিরাঙ্গা জোনে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা পাহাড়ে অনগ্রসর জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে সেনাবাহিনীর সহায়তা বিতরণ লংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা মানিকছড়িতে ইয়ুথ গ্রুপের কর্ম অভিজ্ঞতা ও ত্রৈমাসিক সভা লংগদুতে সরকারি চাল মজুদ রাখার অভিযোগে তিন ব্যবসায়ীকে নগদ অর্থদন্ড নববর্ষের শোভাযাত্রায় ইয়েন ইয়েনের দেশবিরোধী প্ল্যাকার্ড নেওয়ায় পিসিসিপি’র বিক্ষোভ

পুলিশ কে নিরপেক্ষ ভাবে কাজ করতে সহায়তা করুন -নোবেল চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার ফেনী

গাজী হানিফ, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি : / ১২৯ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

গাজী হানিফ, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যে চুরি, ডাকাতি, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, যৌতুক, ইভটিজিং, কিশোর গ্যাং ও বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়তে সোনাগাজী মডেল থানা কর্তৃক আয়োজিত বিট পুলিশিং সভা ১৭ই ডিসেম্বর (মঙ্গলবার) দুপুর ১২টায় মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার চেয়ারম্যানের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল মঞ্জুর সবুজ’র সঞ্চালনায় ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ফেনী) নোবেল চাকমা, প্রধান অতিথির বক্তব্যে নোবেল চাকমা বলেন- পুলিশ কমিশন গঠনের মাধ্যমে পুলিশকে রাজনৈতিক করণ না করে স্বাধীন ও নিরপেক্ষভাবে জনগণের জন্য কাজ করার সুযোগ দেওয়া উচিত।  চুরি, ডাকাতি, মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং নির্মূল সহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্ব সাধারণের সহায়তা কামনা করি।

সভায় বিশেষ অতিথি ছিলেন- সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) তছলিম উদ্দিন, অফিসার ইনচার্জ (সোনাগাজী মডেল থানা) বায়েজিদ আকন, এতে আরও উপস্থিত ছিলেন- মঙ্গলকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল হাই মানিক, সাধারণ সম্পাদক মমিনুল হক মানিক, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা নুরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ শহীদুল ইসলাম, বক্তারমুন্সী বাজার ব্যাবস্থাপনা কমিটির সভাপতি মীর নাছির উদ্দীন, ডাকবাংলা ব্যাবসায়ী কমিটির সভাপতি আবুল কালাম প্রমূখ।

সভাপতির বক্তব্যে সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার বলেন- পুলিশ ছাড়া দেশ অচল, ৫ই আগস্টের পরে পুলিশের নিস্ক্রিয়তায় আমরা নিরাপত্তাহীন ও অসহায়বোধ করেছি, দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে হলে পুলিশকে ৫ই আগস্ট পূর্ববর্তী অবস্থা ভুলে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে হবে, প্রকৃত অপরাধী হলে সেই যেই দলের হোক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

এসময় মঙ্গলকান্দি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ও বিভিন্ন সমস্যা সমাধানে করণীয় বিষয়ে পরামর্শ মূলক বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ