অসীম রায় (অশ্বিনী) বান্দরবান:
বান্দরবানের পুলিশের অভিযানে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুর্গম ধোপাছড়ি এলাকা থেকে চোর চক্রের একজনকে আটক করা হয়েছে।
২৮ শে নভেম্বর বৃহস্পতিবার বান্দরবানের পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ অভিযান করে এক মোটর সাইকেল চোরকে আটকের বিষয়টি স্বীকার করে।
২৭ নভেম্বর রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুর্গম ধোপাছড়ি এলাকা থেকে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের বাসিন্দা মোটর সাইকেল চোর চিং সামং প্রু কে আটক করে পুলিশ। তার কাছ থেকে ৩টি মোবাইল ও ৭টি মোবাইল সীম জব্দ করে পুলিশ।
পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার সম্প্রতি বান্দরবানে মোটর সাইকেল চুরি বেড়ে যাওয়ায় ঘটনাকে দু:খজনক বলে মন্তব্য করে বলেন, সাম্প্রতিক ঘটনার পর বান্দরবান সদর থানায় একটি মামলা দায়ের করা হয়, আর পুলিশ দ্রুত মামলাটিকে হাতে নিয়ে চোর চক্রকে আটকের জন্য কাজ শুরু করে। মোটর সাইকেল চোর চক্রের অন্যান্য সদস্যদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে মন্তব্য করে সাধারণ জনগনকে নিজ নিজ বাড়ীর দরজাসহ গ্যারেজে পার্কিং করা সকল ধরণের যানবাহন সঠিকভাবে তালাবদ্ধ করে রাখা এবং সিসি টিভি সংযুক্ত রাখার আহবান জানান।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আবদুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ, সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।