রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩নং ফেরীঘাটের পন্টুনের পাশে ফাঁকা জায়গায় বড়শি ফেলে মৌসুমী মৎস শিকারী মজিবার মোল্লা ৭কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরেছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল থেকে ৪ ঘন্টা নদীতে বড়শি ফেলে রাখার পর দুপুর ২টার দিকে মাছটি ধরা পরে।
পরে মাছটি স্থানীয় মৎস ব্যবসায়ী সম্রাট শাহজান শেখের কাছে ৩হাজার ১শ টাকায় বিক্রি করেন। সে মাছটি কিনে সাথে সাথেই স্থানীয় এক ব্যক্তির নিকট ৩হাজার ৫শ টাকায় বিক্রি করেন। এসময় বড়শী দিয়ে ধরা মাছটি দেখতে ছোট বড় অনেকেই সেখানে ভীড় জমান।
মৎস শিকারী মজিবর মোল্লা বলেন, করোনার কঠোর লকডাউনে কাজ কাম বন্ধ তাই ফেরি ঘাটের পন্টুনে বসে বড়শিতে মাছ ধরি। এতদিন ছোট ছোট মাছ পেলেও আজকে প্রায় ৭কেজি ওজনের একটি বাঘাইড় মাছ বড়শিতে ধরা পড়ে। মাছটি ৩হাজার ১শ টাকায় বিক্রি করেছি।