নিজস্ব প্রতিবেদক , কাপ্তাই, রাঙ্গামাটি
সঠিক মিটার রিডিং গ্রহন , বিলের আপত্তি নিষ্পত্তি করন, রাজস্ব আদায়ের জন্য কর্ম পরিকল্পনা নির্ধারন ইত্যাদি বিষয়ের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় পিচ্ রেইট মিটার রিডার জনান আলতাফ হোসেন জানান মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে সম্মানিত গ্রাহকদের কাছ থেকে অসম্মান জনক আচরণ দেখতে হচ্ছে।
মিটার রিডার জয় বড়ুয়া জানান জনাব লক্ষন বড়ুয়া বিদ্যুৎ গ্রাহক বিদ্যুৎ বিলের বকেয়ার পরিশোধের জন্য বলাতে তাকে অকথ্য ভাষায় গালাগালি করে।
কর্মচারী খোকন উদ্দীন জানান বকেয়াধারী অনেক গ্রাহককে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না।উপসহকারী প্রকৌশলী জনাব নুর হোসেন জানান বিউবোর মিটার রিডারদের সততার সাথে এক নিষ্ঠ ভাবে কাজ করতে হবে।
উক্ত সভায় সভাপতি আবাসিক প্রকৌশলী জনাব সুভাষ চৌধুরী আলোচনায় উঠে আসা সমস্যাদি সমাধানের নিমিত্তে সকলকে একটা এক যোগে কাজ করার জন্য নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন।