এফ এম সিফাত হাসান,জেলা প্রতিনিধি,শেরপুর:
১০ ডিসেম্বর (রবিবার) সকালে জেলা কালেক্টরেট ভবন অঙ্গনে ‘সবার জন্য মর্যাদা, স্বাধীন ও ন্যায়বিচার’ এ প্রতিপাদ্যক বিষয়কে সামনে রেখে শেরপুরে মানবাধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে প্রশাসনের কর্মকর্তাগণ এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতা-কর্মী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
পরে জেলা কালেক্টরেট ভবনের তুলশীমালা ট্রেনিং সেন্টার কাম সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া শিবু, জেলা প্রশাসনের সহকারী কমিশনার অনিন্দিতা রাণী ভৌমিক, জেলা রেড ক্রিসেন্টের উপপরিচালক হায়দার আলী, মানবাধিকার সংগঠক এ্যাডভোকেট শক্তিপদ পাল, আমাদের আইন, শেরপুর জেলা শাখার চেয়ারম্যান নুর-ই-আলম চঞ্চল প্রমুখ।