এফ এম সিফাত হাসান শেরপুর প্রতিনিধিঃ
১৭ সেপ্টেম্বর রবিবার সকালে পৌর শহরের মোবারকপুর মহল্লায় মৃগী নদীতে বাবার সাথে নদীতে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে জাহিদুল ইসলাম কাজল (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। কাজল মোবারকপুর কইন্যাপাড়া এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।
সে চলতি বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শ্রীবরদী সরকারি কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছিল। এদিকে তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কলেজছাত্র কাজলের সেনাবাহিনী চাকরি করার ইচ্ছে ছিল। তবে সে সাঁতার জানতো না। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে মৃগী নদীতে বাবা আব্দুল কুদ্দুসের সাথে সাঁতার শিখতে যায় কাজল। নদীতে নেমে সাঁতার শেখার সময় হঠাৎ করেই কাজল বাবার হাত ফসকে পানিতে তলিয়ে যায়। পরে আব্দুল কুদ্দুসের ডাকচিৎকারে স্থানীয় লোকজন নদীতে নেমে খোঁজাখুঁজি করে কাজলকে মৃত অবস্থায় উদ্ধার করে।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, মৃতের পরিবারের পক্ষ থেকে লাশ বিনা ময়নাতদন্তে দাফন করার জন্য আবেদন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।