হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পানছড়িতে শ্বশুর নূর আলমকে (৫৫) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে জামাতা সেলিম মিয়াকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে তিনি শ্বশুরকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
আজ সোমবার ভোর ৪ টার দিকে উপজেলার শানখলা ইউনিয়নের ডেউয়াতলী স্কুলের পাশ থেকে সেলিম মিয়াকে আটক করে পুলিশ।
এর আগে রোববার রাত ৮টার দিকে উপজেলার পানছড়ি আশ্রায়ন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নূর আলম পানছড়ি গ্রামের মুন্সেফ উল্লার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নূর আলমের সঙ্গে তাঁর মেয়ের স্বামী সেলিম মিয়ার পারিবারিক কলহ ছিল। এ নিয়ে রোববার রাতে শ্বশুর ও জামাতার মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁর জামাতা ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই নূর আলমের মৃত্যু হয়। এরপরই সেলিম মিয়া পালিয়ে যান।
আটকের বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, রাতভর অভিযানের পর সোমবার ভোর ৪ টার দিকে ডেউয়াতলী স্কুলের পাশ থেকে সেলিমকে আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে সেলিমকে আদালতে তোলা হবে।
এদিকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস