সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ রাজবাড়ী:
মানিকগঞ্জ জেলার শিবালয় থানাধীন আলোকদিয়া চরের তারখাম্বার পাশে যমুনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজারসহ ২ জনকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন, দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জনাব মোঃ এমরান মাহমুদ তুহিন।
আটককৃত আসামিরা হলো, বরিশাল জেলার মেহেদী গন্জ থানার মাচ গাজী গ্রামের আব্দুল মান্নানের ছেলে ১। মোঃ সাহাবুদ্দিন খাঁন (৫০), এবং রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার রাজধর পুর গ্রামের মৃত আফতাব মোল্লার ছেলে ২। মোঃ আরিফুল ইসলাম হেলাল(৩৫)।
নৌ পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া নৌপুলিশের একটি দল, দৌলতদিয়া নৌ ফাড়ির আওতাধীন মানিকগঞ্জ জেলার শিবালয় থানাধীন আলোকদিয়া চরের তারখাম্বার পাশে যমুনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন কালে নৌ পুলিশ ফাঁড়ি ১ টি ড্রেজার সহ ২ জন আসামী আটক করে। আটককৃত মালামাল মুল্য প্রায় ৬৫ লক্ষ টাকা।
তাদের বিরুদ্বে শিবালয় থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।