এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার:
সোমবার (০১ জানুয়ারী) ২০২৪ খ্রিঃ রাংগামাটি পার্বত্যজেলার পৌরঃ মাঝেরবস্তি এলাকায় অবস্থিত শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে (স্থাপিত ১৯৫৭ খ্রিঃ) বই উৎসব পালিত হয়েছে। প্রকৃতিতে শীতের আবহ, কুয়াশা এখনও কাটেনি। সেই কুয়াশার চাদর ভেদ করে স্কুলের মাঠে শিক্ষার্থীদের সরব উপস্থিতি। সবার চোখে-মুখে আনন্দ। অপেক্ষার প্রহর যেন শেষ হয় না, কখন আসবেন অতিথিরা, শুরু হবে বই উৎসব। আর একটু বেলা বাড়লো, রোদ উঁকি দিল, শুরু হলো উৎসব। নতুন বই দেওয়ার এ আয়োজনকে শিক্ষার্থী আর শিক্ষকরা উৎসবের মতই পালন করছেন। নতুন বইগুলো হাতে পাওয়ার পর শিক্ষার্থীদের বাধভাঙ্গা উল্লাস। বই হাতে পেয়েই আনন্দে আত্মহারা। ঠিক চোখে পড়ার মতো মনমুগ্ধকর পরিবেশে অনুষ্ঠিত বই উৎসব(২০২৪)
অনুষ্ঠানে প্রধান অতিথিঃ হিসেবে উপস্থিত ছিলেন নাসরিন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিশেষ অতিথিঃ হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের(প্রধান শিক্ষক)মুজিবুর রহমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সহ বিদ্যালয়ে অন্যান্য শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।