আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
” শেখ হাসিনার মূলনীতি, গ্রাম শহরের উন্নতি ” এ প্রতিপাদ্যে খাগড়াছড়ির মানিকছড়িতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে। রোববার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে শোভাযাত্রা শেষে শিশুদেরকে হাত ধোয়া শেখানো হয়। এরপর উপজেলা সম্মেলন কক্ষে ছাত্র-ছাত্রী ও বিভিন্ন দপ্তরের কর্মকয়র্তাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরীর সভাপতিত্বে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী
মোঃ ত্বাহসিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রুতি পূর্ণ চাকমা। রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র হলাচিং মারমা ও রাজবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্রী মেহেরুণ নেছা প্রমূখ।