আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির অনগ্রসর জনপদ লক্ষ্মীছড়ি উপজেলায় উন্নয়নের অগ্রযাত্রার অংশ হিসেবে ৭কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবনে সকল প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।
জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশলী(এলজিইডি’র) তত্বাবধানে এক ছাতার নিচে সকল প্রশাসনিক কাজ-কর্মের আধুনিক সুবিধা রেখে ৭কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় নতুন ভবন।সম্প্রতি ভবনের যাবতীয় কাজ শেষ হওয়ার পর গত ২ অক্টোবর সোমবার অফিস কক্ষে দোয়া, মোনাজাত ও ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা শেষে অফিসিয়াল কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সুলতানা রাজিয়া।
উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী বলেন, খাগড়াছড়ি জেলার পশ্চাৎপদ জনপদ লক্ষ্মীছড়ি উপজেলায় আওয়ামীলীগ সরকার নানামুখী উন্নয়ন কর্মকান্ডের অংশ হিসেবে এক ভবনে সকল প্রশাসনিক দপ্তরের কাজ-কর্মের আধুনিক সুবিধা নিয়ে ভবনটি নির্মাণ করা হয়েছে।
এছাড়াও ইতোমধ্যে উপজেলার প্রধান সড়ক লক্ষ্মীছড়ি-মানিকছড়ি সড়কে আধুনিক ডিজাইনে ব্রীজ, থানা কমপ্লেক্স ভবন, অডিটোরিয়াম ভবন নির্মাণ করা হয়েছে। তিনি আরও বলেন, অনগ্রসর জনপদকে উন্নয়নে আলোকিত করতে খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি আন্তরিকভাবে কাজ করছেন।