রাঙ্গামাটি শহরে প্রধান বাণিজ্যিক এলাকার বনরুপার আলিফ মার্কেটের নিচতলায় আসরে হানা দিয়ে, জুয়া খেলার আসর থেকে ৩৯ জন জুয়ারীকে আটক করেছে রাঙ্গামাটির আর্মড পুলিশ ব্যাটালিয়ান।
এ পি বি এন এর সহ অধিনায়ক সুপার তরীকুল ইসলাম নেতৃত্বে মঙ্গলবার দিবাগত রাত্রে এগারোটার সময় অভিযান পরিচালনা করা হয়। এই সময় নগদ ৪৮ হাজার ৯০৭ টাকা সহ পরিমাণ জুয়ার সামগ্রী জব্দ করা হয়। এ পি বি এন এর সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, আমরা গোপন সংবাদ মাধ্যমে জানতে পারি যে, বনরুপা আলিফ মার্কেট এর নিয়মিত মাদক সেবন সহ জুয়ার আসর পরিচালিত হয়ে আসছে, বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্তে সত্যতার আলামত স্পষ্ট হওয়ায় আমরা সুপার তরিকুল ইসলাম স্যারের নেতৃত্বে জুয়ার আসরে অভিযান পরিচালনা করি। সেখানে জুয়া খেলা অবস্থায় ৩৯ জনকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়েছি।
এ সময় ঘটনাস্থল থেকে নগদ টাকা সহ জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়। আটককৃতদের রাঙ্গামাটির কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সহকারি পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ ছাড়া ও পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল বাতেন খান, মোঃ রকিবুল হোসেন, এস আই শ্রী তপন নাথ, মোহাম্মদ সাখাওয়াত ইমতিয়াজ ছাড়াও আর্ম পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করেন।
আটককৃতদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাঙ্গামাটি জেলা শাখার যুগ্ম সম্পাদক মোঃ সাজ্জাদ, রাঙ্গামাটি অটোরিকশা সমিতি এর নির্বাচিত সাংগঠনিক সম্পাদক শহিদ, কাঠালতলির রাসেল, রাজু, বনরুপা কাটাপাহাড় এলাকার আক্তার, পৌরসভা এলাকার ইউনুস, গর্জনতলী এলাকার খান সাব উল্লেখযোগ্য।
আটককারি জুয়ারীরা জানিয়েছেন প্রতিদিন গড়ে ১০ লক্ষ টাকা লেনদেন চলত। রাজধানী ঢাকার বাসিন্দা ওমর নামের জুয়ারী যুবক এই ক্লাবঘর টি ভাড়া নিয়ে এই জুয়ার আসর পরিচালনা করত।