• শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
মহালছড়ি উপজেলা বিএনপির রাস মহাউৎসব পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান দৌলতদিয়া পোড়াভিটায় পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার মোল্লাহাটে নকল বিড়ি তৈরির চৌচল্লিশ বস্তা তামাক ও সরঞ্জাম জব্দ চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ আটক,-২ সিএনজি জব্দ বৈষম্য বিরোধী আন্দোলনের সর্বশেষ শহীদ আব্দুল্লাহ এর গায়েবানা জানাজা রাঙামাটিতে অনুষ্ঠিত মাটিরাঙ্গায় জোন কমান্ডারস কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গুইমারা ইউনিয়ন একাদশ মহালছড়ি উপজেলা যুব রেড ক্রিসেন্ট কমিটি গঠন পান চাষে স্বপ্ন দেখছেন চাষিরা যাচ্ছে বিভিন্ন শহরে বাগেরহাট সদরের ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত রুমায় যৌথবাহিনীর অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ জব্দ রাজবাড়ীতে বিদেশি মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পদ্মায় মিলল ১৪ কেজির পাঙ্গাশ

রাঙ্গামাটি জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন মোমিনুল হক

মোঃ আলমগীর হোসেন ,লংগদু (রাঙ্গামাটি) / ৩৩৭ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ আলমগীর হোসেন, লংগদু (রাঙ্গামাটি)

রাঙ্গামাটি জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (প্রাথমিক বিদ্যালয়) নির্বাচিত হলেন লংগদু উপজেলার উগলছড়ি মহাজন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোমিনুল হক।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা ২০২৩ উপলক্ষে ১৪ সেপ্টেম্বর রাঙ্গামাটি জেলা শিক্ষা অফিস ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ যাচাই বাচাই শেষে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (প্রাথমিক বিদ্যালয়) মনোনীত হন মোমিনুল হক।
এর আগে ১০সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে ও তিনি উপজেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন।
এছাড়া ২০১২সালে তিনি রাঙ্গামাটি জেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে মনোনীত হয়েছিলেন।

এবিষয়ে প্রধান শিক্ষক মো. মোমিনুল হক বলেন, ‘আজকের এ সাফল্যে আমি অনেক আনন্দিত। আমি আমার বিদ্যালয়কে নিয়ে অনেক স্বপ্ন দেখি। আমার বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাফল্যও আমাকে আনন্দিত করে। বিদ্যালয়ের শিক্ষার্থীর পড়াশোনার পাশাপাশি কো-কারিকুলার এক্টিভিটিসেও ভালো কিছুর জন্য চেষ্টা করছি।

তিনি আরও বলেন, “আমার এ প্রাপ্তি আমার একার না। এ প্রাপ্তি পরিচালনা কমিটির সকল সদস্য, শিক্ষক শিক্ষার্থী, কর্মচারী সবার। আমার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্যগণ সবসময়ই সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সকলে শিক্ষা বান্ধব হওয়ায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখছেন।’ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার এ অর্জন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ উপজেলাবাসীর জন্য উৎসর্গ করলাম।

স্থানীয় অভিভাবকরা জানান মোমিনুল হোক প্রধান শিক্ষক হিসেব আসার পর থেকে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শিক্ষা, সাংস্কৃতিকসহ বিভিন্ন বিষয় অত্যন্ত সুনামের স্বাক্ষর রাখছেন। তিনি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ পারিপার্শ্বিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন।

তার নেতৃত্বে বিদ্যালয়টি উপজেলার অন্যতম একটি বিদ্যালয়ে পরিণত হয়েছে। সুসজ্জিত ভবন ও শ্রেণিকক্ষ, পরিপাটি অফিস, নিয়মিত পাঠদানের পাশাপাশি সংস্কৃতি চর্চা ও ক্রীড়াঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

উল্লেখ্য যে মোমিন হক ২০০৩ সালে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১৮ সালে পদোন্নতি হয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ