আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় আমন ধানে মাজরা,পাতামোড়ানো, বাদামি গাছ ফড়িংয়ের আক্রমন থেকে ফসলকে রক্ষায় আগাম সর্তক হিসেবে ‘আলোক ফাঁদ’ বসানোর কৌশল শিখানো হয়েছে।
১৬ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় উপজেলার ডলু ব্লকের বরইতলী গ্রামে কৃষকদের আগাম সতর্ক প্রদানের জন্য আলোক ফাঁদ করা হয়। এ সময় শতাধিক কৃষকের উপস্থিতিতে উপজেলা কর্মকর্তা মো. কামরুল হাসান ও উপসহকারী কৃষি কর্মকর্তা অঞ্জন কুমার নাথ উপস্থিত থেকে কৃষকদের আলোক ফাঁদ সম্পর্কে অবহিত করেন।
কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান জানান, আমন ধানে মাজরা, পাতামোড়ানো, বাদামী গাছ ফড়িং পোকার আক্রমণ থেকে কৃষকদের আগাম সর্তক করতে এই আলোক ফাঁদ স্থানের কৌশল শিখানো হচ্ছে। যাতে সময় মতো কৃষকেরা ঠিক সিন্ধান্ত নিতে পারে এই জন্যই আজকে এই আলোক ফাঁদ দেখানো হয়েছে ।