মো. মহাসিন মিয়া, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আরাফাতুল আলমের বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ করে সংবাদ সম্মেলনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রদিবাদ জানিয়েছে দীঘিনালা উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।
৩০ আগস্ট (বুধবার) বিকেলে দীঘিনালা উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কর্তৃক পৃথকভাবে স্বাক্ষরিত প্রেসনোটে এ নিন্দা ও প্রতিবাদ জানায় তাঁরা। প্রেসনোটে স্বাক্ষর করেন, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. এনামুল হক, আব্দুল মান্নান গাজী, মো. গিয়াস উদ্দিন, মো. রমিজ খাঁ, মুসলিম উদ্দিন, মিলন কান্তি দে, বদর উদ্দিন গাজী, আবদুল মোতালেব, মো. শাহ আলম প্রমূখ। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষে প্রেসনোটে স্বাক্ষর করেন, সভাপতি মোহাম্মদ এরশাদ ও সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান।
স্বাক্ষরিত প্রেসনোটে বলা হয়, ৩০ আগস্ট দুপুরে জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা মৃত খোরশেদ আলমের কথিত ওয়ারিশগণ কর্তৃক দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলমের বিরুদ্ধে অসৌজন্যমূলক, অসদ্বাচারণ, অবমূল্যায়ন, পক্ষপাতমূলক আচরণের যে অভিযোগ করেন তাহা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও ষরযন্ত্রমূলক।
প্রেসনোটে আরো উল্লেখ করা হয় যে, উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের জানামতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম একজন সৎ, আদর্শ ও জনবান্ধন কর্মকর্তা। তাঁর দাপ্তরিক সকল সেবা কার্যক্রমে সকলে উন্মুক্ত ও সন্তুষ্ট। এবং সবসময় বীর মুক্তিযোদ্ধা ও পরিবারকে সর্বোচ্চ সম্মান ও সহযোগিতা করে থাকেন। এমন একজন সৎ, মানবিক ও জনবান্ধন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যে সকল কথিত ওয়ারিশগণ দ্বারা মিথ্যা সংবাদ সম্মেলনের কারণে বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার মানহানি হয়েছে দাবি করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়।
উল্লেখ্য, ৩০ আগস্ট (বুধবার) দুপুরে জেলা প্রেসক্লাবে বীর মুক্তিযোদ্ধা মৃত খোরশেদ আলমের দাবিদার ওয়ারিশগণ দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলমের বিরুদ্ধে অসৌজন্যমূলক, অসদ্বাচারণ, অবমূল্যায়ন, পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন।