আবদুল মান্নান, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
আমন মৌসুমের শেষ সময়ের বৃষ্টি পেয়ে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ২৯৮৬ হেক্টর জমিনে সৃজিত হয়েছে চারা। এখন চলছে ক্ষেত পরিচর্চা ও ক্ষতিকর পোকা দমনে গাছের ডাল,বাঁশের কঞ্চি(পার্চিং)বসানোর কার্যক্রম। পার্চিংয়ের কঞ্চি, লাঠি বা বাঁশে ফিঙে, ময়না,শালিকসহ নানা প্রজাতির পাখি বসে ক্ষতিকর পোকা খাবে। এতে ক্ষেতে পোকার আক্রমণ বহু আংশে কমবে।
২২ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে লেমুয়া কৃষি ব্লকের আমন বিলে আনুষ্ঠানিকভাবে পার্চিং উৎসব উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রক্তিম চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মহি উদ্দীন আহম্মদ ও সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।
বক্তব্য রাখেন, ইউএনও রক্তিম চৌধুরী, কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অমূল্য কুমার দাস ও কৃষক আবদুল মালেক।