মোঃ মাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
“পুলিশই জনতা জনতাই পুলিশ”সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ,মাদক,ইভটিজিং,বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধের লক্ষ্যে খাগড়াছড়ির রামগড় থানার আয়োজনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী শিক্ষা অফিসার উম্রাচিং চৌধুরীর সঞ্চালনা ও রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দীন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ব্যক্তব্য প্রদান করেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম(বার)।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন রামগড় থানার অফিসার ইনচার্জ মোঃমিজানুর রহমান।
বিশেষ অতিথী হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম (কামাল), উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিস.হাসিনা আক্তার। সভায় আরো ব্যক্তব্য রাখেন সাংবাদিক নিজাম উদ্দীন লাভলু,কমিশনার আনোয়ারা বেগম, ৩নং বিট পুলিশিং কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ এরশাদ উল্লাহ্ ও সদস্য হানিফ পাটোয়ারি।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ সুশীল-সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।