• শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
মহালছড়ি উপজেলা বিএনপির রাস মহাউৎসব পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান দৌলতদিয়া পোড়াভিটায় পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার মোল্লাহাটে নকল বিড়ি তৈরির চৌচল্লিশ বস্তা তামাক ও সরঞ্জাম জব্দ চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ আটক,-২ সিএনজি জব্দ বৈষম্য বিরোধী আন্দোলনের সর্বশেষ শহীদ আব্দুল্লাহ এর গায়েবানা জানাজা রাঙামাটিতে অনুষ্ঠিত মাটিরাঙ্গায় জোন কমান্ডারস কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গুইমারা ইউনিয়ন একাদশ মহালছড়ি উপজেলা যুব রেড ক্রিসেন্ট কমিটি গঠন পান চাষে স্বপ্ন দেখছেন চাষিরা যাচ্ছে বিভিন্ন শহরে বাগেরহাট সদরের ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত রুমায় যৌথবাহিনীর অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ জব্দ রাজবাড়ীতে বিদেশি মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পদ্মায় মিলল ১৪ কেজির পাঙ্গাশ

লংগদুতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

মো: আলমগীর হোসেন ,লংগদু (রাঙ্গামাটি) / ১৭২ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

মোঃ আলমগীর হোসেন ,লংগদু (রাঙ্গামাটি)

রাঙ্গামাটির লংগদুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে লংগদু উপজেলা প্রশাসন এবং উপজেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার ( ১৫) আগস্ট সকাল ১০টায় উপজেলা সদরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্থাপক অর্পনের মধ্যে দিয়ে যথাযোগ্য ভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষীকি উদযাপন শুরু করা হয়।

এসময় পুষ্পস্তবক অর্পণ করেন লংগদু উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, ৩৮ আনসার ব্যাটালিয়ন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ উপজেলার বিভিন্ন দপ্তর এবং স্কুল, কলেজ পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে শ্রদ্ধা জানানো হয় ।

পরে লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে লংগদু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরমান খান এর সঞ্চালনায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা ও প্রমাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিসদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম, আনোয়ার বেগম, লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন, সহকারী কমিশনার ভূমি আকিব ওসমান, উপজেলা প্রকৌশলী শামসুল আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শাহিন হোসেন চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহসান,বীর মুক্তি যোদ্ধা শাহ নেওয়াজ, প্রেসক্লাবের উপদেষ্টা এখলাছ মিঞা খান প্রমূখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু এমন একটি নাম যার জীবনের বিনিময়ে আমরা বাংলাদেশ নামক একটি ভূ-খণ্ড পেয়েছি। আজ তার ৪৮তম শাহাদাৎ বার্ষিকীতে আমরা তার রুহের মাগফেরাত কামনা করি।

শেষে দোয়া মুনাজাতের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়। এদিকে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ, সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা অফিসে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপজেলার বিপুল পরিমান নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ