আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
২০১৮ সালের ১৮ আগস্ট খাগড়াছড়ির স্বনির্ভর বাজারে সন্ত্রাসীদের গুলিতে পাহাড়ি ছাত্র পরিষদ নেতা তপন-এল্টন ও যুব নেতা পলাশ চাকমাসহ সাত জন হত্যাকাণ্ডের বিচার চেয়ে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় রোববার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) মানিকছড়ি উপজেলা শাখা।
১৩ আগস্ট সকাল ১১টায় কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মানিকছড়ি সরকারি কলেজ গেট হয়ে ধর্মঘরে এসে সংক্ষিপ্ত পরিসরে এক প্রতিবাদ সমাবেশে শেষ হয়।
সমাবেশে পিসিপির মানিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক অংসালা মারমা সঞ্চালনায় বক্তব্য রাখেন, পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা ও উপজেলা শাখার সভাপতি অংক্য মারমা।
অনিমেষ চাকমা বক্তব্যে বলেন, পার্বত্য চট্টগ্রামে সেনাসৃষ্ট নব্য মুখোশ বাহিনী কর্তৃক স্বনির্ভর হত্যাকান্ডের আজ ৫ বছর! নব্য মুখোশদারী সন্ত্রাসী বাহিনী পাহাড়ে আমাদের ভ্রাতৃত্ববোধ নষ্টে এখন মরিয়া। পাহাড়িদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের আন্দোলনকারী নেতা-কর্মী, সাধারণ জনগণকে হত্যা-গুম-খুন-অপহরণের মত ন্যাক্কারজনক ঘটনা ওই সেনাসৃষ্ট নব্য মুখোশদারীরা সংঘাচ্ছে। এরই অংশ হিসেবে ২০১৮ সালের ১৮ আগস্ট খাগড়াছড়ি সদরের স্বনির্ভর বাজারে ন্যাক্কারজনক হত্যাযজ্ঞ চালিয়ে ছাত্রনেতা তপন-এল্টন ও যুবনেতা পলাশ চাকমাসহ ৭ জনকে হত্যা করেছিল সন্ত্রাসীরা।
আজ ওই হত্যাকান্ডের ৫ বছর হতে চললেও জড়িতদের বিচারের আওতায় আনা হয়নি। অনতিবিলম্বে ৭নেতা হত্যায় ঘটনায় জড়িত ও ওইসব সন্ত্রাসী ও তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের খুঁজে সকল অপরাধীদের বিচারের আওতায় আনার জোরদাবী জানাচ্ছি।