আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
১৫ আগস্ট বাংলার ইতিহাসে শোকাবহ দিন ও জাতীয় শোক। ১৯৭৫ সালের এ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ফলে ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়ের সৃষ্টি হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী নিয়ে লেখা “অসমাপ্ত আত্মজীবনী” বইয়ের ওপর কুইজের আয়োজন করেছেন খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে উপজেলা প্রশাসনের আয়োজনে স্কুল, কলেজ শিক্ষার্থীর পাশাপাশি শিক্ষক, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ ও সর্বসাধারণের অংশগ্রহণের সুযোগ রেখে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানমালায় কুইজ প্রতিযোগিতার আয়োজন সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রক্তিম চৌধুরী বলেন, ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি আমাদের সবার কাছেই আছে, কিন্তু আমরা আসলেই কয়জন পড়েছি? বইটি যদি না পড়ে থাকি, তাহলে এই কুইজ প্রতিযোগিতা একটি সুযোগ!! আমরা পড়বো, জানবো, উন্নত দেশ গড়বো! এবারের জাতীয় শোক দিবসে সর্বস্তরের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার সুযোগ রাখা হয়েছে। এতে ১ম-৫ম স্থান বিজয়ীকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে।