এম লোকমান:
যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) এর পক্ষ থেকে দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত ১১ টি শিক্ষা প্রতিষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাত কোটি বাঙালিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে একটি স্বাধীন জাতিতে পরিণত করার স্বপ্ন এবং তা বাস্তবায়নের সৌন্দর্যকে তুলে ধরার কর্মকান্ড সম্বলিত মুজিব কর্ণার ব্যানার স্থাপন করেন ২৩ বিজিবি যামিনীপাড়া জোন কমান্ডার বিএ-৬৫৯৭ লেঃ কর্নেল এ বি এম জাহিদুল করিম।
এখানে বঙ্গবন্ধুর অমূল্য ভাষণসমূহ, তাঁর অবিশ্মরণীয় বাণী, কারাবরণের ইতিহাস, পরিবারের ইতিহাস, সংক্ষিপ্ত জীবনী, রাজনৈতিক কর্মকান্ড, তাঁকে নৃশংসভাবে হত্যা ইত্যাদির স্থিরচিত্রে দেখার সুযোগ রয়েছে। নতুন প্রজন্মের জন্য এখানে এসে বঙ্গবন্ধু, তাঁর কর্মকান্ড ও তাঁর পরিবারকে জানার নতুন দ্বার উন্মোচিত হল। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাংলাদেশের অভ্যুদয়ে সংগ্রাম করেছেন বঙ্গবন্ধু। মানুষের স্মৃতিপটে তা তুলে ধরবে মুজিব কর্নার। এর মধ্য দিয়ে আগামী প্রজন্মের শিশুরা বঙ্গবন্ধু কর্নার পরিদর্শনের মাধ্যমে মুক্তিযুদ্ধ ও কি চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই সম্পর্কে তাদের জানার আগ্রহ সৃষ্টি হবে বলে জানিয়েছেন ২৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এবিএম জাহিদুল করিম।
উক্ত জোন কর্তৃক যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই মুজিব কর্নার ব্যানার স্থাপন করা হয় তা হচ্ছে- (১) বড়নাল উচ্চ বিদ্যালয়, (২) গ্রীনহিল কলেজ, (৩) তবলছড়ি উচ্চ বিদ্যালয়, (৪) তবলছড়ি ইসলামিয়া আলিম মাদ্রসা, (৫) মোল্লা বাজার দারুচ্ছুন্নাত ইসলামিয়া দাখিল মাদ্রাসা, (৬) মোল্লা বাজার উচ্চ বিদ্যালয়, (৭) তাইন্দং উচ্চ বিদ্যালয়, (৮) তাইন্দং বিদ্যানিকেতন, (৯) বটতলী নিম্নমাধ্যমিক বিদ্যালয়,এবং (১০) তাইন্দং মোহাম্মদিয়া দাখিল মাদ্রসায় এই ব্যানার স্থাপন করা হয়।
পার্বত্যকন্ঠ নিউজ/রনি