মো. মহাসিন মিয়া, নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির পার্বত্য জেলায় গত কয়েকদিন ধরে টানা প্রবল বর্ষণ হওয়ায় নদী ও ছড়ার পানি বাড়তে শুরু করেছে। এতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলগুলো। গত ২৪ ঘন্টায় জেলায় ৬০ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
৭ আগস্ট (সোমবার) সকাল থেকে জেলা সদরের মুসলিম পাড়া, গঞ্জপাড়া সহ চেঙ্গী নদীর তীরবর্তী নিম্নাঞ্চল গুলোতে পানি ঢুকতে শুরু করে। এছাড়াও জেলার, দীঘিনালা উপজেলার মাইনি নদী, মানিকছড়ির হালদা ছড়া সহ বিভিন্ন উপজেলার নদী ও ভারি বৃষ্টির পানি বেড়ে নিম্নাঞ্চল গুলো প্লাবিত হয়েছে এবং জেলার বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টির কারণে সড়ক প্লাবিত হয়ে যানচলাচল বন্ধ রয়েছে। এদিকে খাগড়াছড়ি পৌর শহরের ১০ টি, দীঘিনালা উপজেলার ২১ টি আশ্রয় কেন্দ্র সহ উপজেলা পর্যায়ে স্ব স্ব উপজেলা প্রশাসন কতৃক ঝুকিপূর্ণ এলাকায় বসবাসরত মানুষের জন্য জরুরি সেবাকেন্দ্র ও নিরাপদ আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ভারি বৃষ্টিতে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে এমন ঝুকিপূর্ণ এলাকাগুলো থেকে বসবাসকারীদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে যেতে মাইকিং করা হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, যেকোনো দুর্যোগ মোকাবেলায় সকল প্রকার প্রস্তুতি সহ জেলা প্রশাসন খাগড়াছড়িসহ প্রতিটি উপজেলায় প্রশাসন প্রস্তুত রয়েছে।
পার্বত্যকন্ঠ নিউজ/রনি