রিপন ওঝা নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়ি জেলার মহালছড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
শেখ কামাল ছিলেন ১৯৭১ রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, সেনাবাহিনীর ক্যাপ্টেন, আবাহনীর প্রতিষ্ঠাতা ক্রীড়াঙ্গনের সংগঠক ও সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত আলোচনা সভায় যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি চিন্তাহরণ শর্মা এবং সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজল দাশ।
এ সময়ে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ ফরিদ, সেচ্ছােসবকলীগ সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনির, মহিলা আওয়ামী লীগ সভাপতি মোছাঃ জাহানারা বেগম, বঙ্গবন্ধু সৈনিক লীগ সভাপতি বাবলু চৌধুরী, মহিলা যুবলীগ সভাপতি সুইনাচিং চৌধুরী ও সাধারণ মোছাঃ জোৎস্না বেগম, ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান রাজীব, সাংগঠনিক সম্পাদক অভিরাজ দেবনাথ মান্না, মহালছড়ি সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি মোঃ সুমন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসিবুল হাসান শান্ত এবং অন্যান্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
মহতী কার্যক্রম আজ ৫আগস্ট ২০২৩খ্রিঃ রোজ শনিবার ৫.৩০ঘটিকায় অনুষ্ঠিত হয়।