খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় হাতির আক্রমনে মো. মামুন (৫০) নামে ১ জন মাহুতের মৃত্যু হয়েছে।
গত ২৮ জুলাই (শুক্রবার) বিকেলে উপজেলার ৫নং বাবুছড়া ইউপি অধীনস্থ দুর্গম মধ্য ধনপাতাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাহুত মামুন পাশ্ববর্তী রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার চিৎমরম এলাকার স্থানীয় বাসিন্দা। মামুন ও সহযোগী মাহুত শুক্কুর আলী একই এলাকার মো. নিজামউদ্দিনের মালিকানাধীন হাতির মাহুত হিসেবে কাজ করতেন। গত ৩ মাস ধরে নিজামউদ্দিনের মালিকানাধীন হাতিগুলো উপজেলার বাবুছড়া ইউপি অধীনস্থ দুর্গম মধ্য ধনপাতাছড়া এলাকায় বনে ছেড়ে দিয়ে খাবার খাওয়াতেন ও দেখাশোনা করতেন। শীত মৌসুম এলে হাতিগুলো নিজ জেলা রাঙামাটির কাপ্তাইয়ে নিয়ে যাওয়ার কথা ছিলো।
শুক্রবার বিকেলে পাহাড়ের একপাশ থেকে অন্য পাশে বড় হাতিটিকে নেয়ার চেষ্টা করলে হাতিটি মাহুত মানুনকে আক্রমন করে। তাৎক্ষণিক সহযোগী মাহুত শুক্কুর আলী মানুনকে বাঁচাতে চেষ্টা করেও ব্যর্থ হয়ে নিজের আত্নরক্ষার জন্য ঘটনা স্থল থেকে পালিয়ে যায়। একদিন পর ২৯ জুলাই (শনিবার) দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত মাহুতের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে বাবুছড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত (এসআই) মো. আমিনুল ইসলাম ভূইয়া জানান, হাতির আক্রমনের ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে দীঘিনালা থানায় পাঠানো হয়েছে।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী জানান, হাতির আক্রমনে নিহতের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহটি খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।