মোঃ আলমগীর হোসেন, লংগদু (রাঙ্গামাটি)
রাঙ্গামাটি লংগদু উপজেলার হাজাছড়া এলাকার যুব সমাজের উদ্যোগে এলাকার মানবিক সেবার লক্ষ্য শিক্ষা, সততা, সহযোগিতা ও উন্নয়ন এই স্লোগানকে সামনে নিয়ে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোর দিশারী এর আত্ম প্রকাশ হয়।
৩০জুন শুক্রবার বিকাল ৪ ঘটিকায় রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলাধীন হাজাছড়া এলাকার যুব সমাজের উদ্যোগে এলাকার বাসিন্দাদের মানবিক কাজে সাহায্য করার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোর দিশারী এর আত্ম প্রকাশ ও গুণীজন সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এতে তারুণ্যের কলম এর সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ এর সঞ্চালনায় এবং লংগদু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু দারদা আরমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল বারেক সরকার।
অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলওয়াত এর মধ্যে দিয়ে স্বাগত বক্তব্য রাখেন আটারকছড়া ইউপি এর সচিব জনাব মোঃ আল আমিন ইমরান,
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক জনাব মোঃ জালাল হোসেন মালেক, পশ্চিম সোনাই মোহাম্মদীয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সভাপতি ও সাবেক ইউপি সদস্য জনাব মোঃ আবু তাহের। শিক্ষক, সাংবাদিক ও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা সদস্য মোঃ আলমগীর হোসেন, শিক্ষক ও সমাজ সেবক নেতা এবিএস মামুন, সাবেক মেম্বার মোঃ তৈয়ব আলী প্রমুখ।
অনুষ্ঠানে এলাকার শিক্ষা, সামাজিক ও সেচ্ছাসেবা মূলক কাজে বিশেষ অবদানের জন্য ঊণিশ জনকে গুণীজন সম্মাননা স্মারক প্রদান করা হয়।
গুণীজন সম্মাননা প্রাপ্তরা হলেন – ১। উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল বারেক সরকার, ২। লংগদু মডেল ডিগ্রি কলেজ অধ্যাপক মোঃ হারুনুর রশিদ,
৩। প্রেস ক্লাব সেক্রেটারী আবু দারদা খান আরমান, ৪। আটারকছড়া ইউনিয়ন পরিষদের সচিব আল আমিন ইমরান ৫। উত্তর ইয়ারিংছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জালাল হোসেন মালেক, ৬। শিক্ষক ও রাজনৈতিক নেতা এবিএস মামুন, ৭। তারুণ্যের কলমের সম্পাদক মাহমুদুল হাসান, ৮। শিক্ষক ও সাংবাদিক মোঃ আলমগীর হোসেন, ৯। প্রাক্তন মেম্বার মোঃ তৈয়ব আলী, ১০।প্রাক্তন মেম্বার মোঃ আবু তাহের, ১১। অবসর প্রাপ্ত শিক্ষক মোঃ নুরুল ইসলাম, ১২। অবসর প্রাপ্ত শিক্ষক মোঃ আব্দুল হক, ১৩। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মোঃ শহিদুল ইসলাম, ১৪। সমাজকর্মী মোহাম্মদ আলী, ১৫। সমাজকর্মী আতিকুর রহমান, ১৬।
তরুন উদ্যোক্তা মাসুম বিল্লাহ, ১৭। শিক্ষক মোঃ বদিউজ্জামান, ১৮। সমাজ সেবক মোঃ মোস্তফা ও ১৯। মোঃ বশির মিয়া।
বক্তারা বলেন মানবসেবা একা করা সম্ভব নয়, সকলে মিলে মিশে কাজ করলে অনেক কঠিন কাজ ও সহজে করা যায় আর এজন্যই সংগঠনের প্রয়োজন হয়।
নব প্রতিষ্ঠিত সংগঠন আলোর দিশারী লংগদু উপজেলায় মানবসেবায় বিশেষ অবদান রাখবে বলে আশা রাখি।
শেষে মোঃ সগির হোসেন খানকে আহবায়ক ও মোঃ ইব্রাহিম হাদিকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস